আইফোনের 'সাশ্রয়ী সংস্করণ' নিয়ে এলো গুগল!
Wednesday, May 08 2019gadgetsnow
ভারতের বিশাল মধ্যম সারির বাজারের কথা মাথায় রেখে গুগল নিয়ে এল পিক্সেল 3A ও পিক্সেল 3A XL স্মার্টফোন। সম্প্রতি অনুষ্ঠিত ডেভেলপার কনফারেন্সে এই ফ্ল্যাগশিপ ফোনের ঘোষণা দেয় গুগল। শীঘ্রই ভারতের বাজারে এটি প্রবেশ করবে। ফোনদুটির ডিজাইনে আইফোনের সাদৃশ্য দেখে অনেকে এটিকে বলছেন আইফোনের সাশ্রয়ী সংস্করণ। এতে কী কী রয়েছে তা দেখে নেওয়া যাকঃ
Ad
আকৃতিঃ একই ডিজাইনের হলেও শুধুমাত্র আকৃতিগত পার্থক্য রয়েছে ফোন দুটিতে। পিক্সেল 3A তে রয়েছে ৫.৬ ইঞ্চির ওলেড ডিসপ্লে এবং পিক্সেল 3A XL এ রয়েছে ৬ ইঞ্চি ওলেড ডিসপ্লে। ফোন দুটিতে কোন নচ নেই। উভয় ফোনেই ড্রাগন টেল প্রটেকশন ব্যবহার করা হয়েছে।
অপারেটিং সিস্টেমঃ ফোন দুটিতে সর্বশেষ অ্যান্ড্রয়েড ভার্সন পাই দেওয়া আছে, যা পরবর্তী কিউ আপডেট পাবে।
প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৬৭০ প্রসেসর ব্যবহৃত হয়েছে ফোন দুটিতে।
Ad
স্টোরেজঃ উভয় ফোনেই রয়েছে ৪ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট রম। এতে কোন অতিরিক্ত স্টোরেজ বাড়ানোর সুযোগ নেই।
ক্যামেরাঃ ফোন দুটিতে ১২ মেগাপিক্সেলের অভিন্ন মেইন ক্যামেরা রয়েছে যা সনি আইএমএক্স সেন্সর বিশিষ্ট। সাথে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
Ad
দামঃ নতুন পিক্সেল ৩এ এর দাম শুরু হবে চারশ ইউরো থেকে, এবং পিক্সেল ৩এ এক্সএলের দাম শুরু হবে চারশ আশি ইউরো থেকে।
গুগল নতুন ফোনগুলো তিনটি ভিন্ন রঙয়ে বাজারজাত করলেও ভারতের বাজারে তা পাওয়া যাবে দুটি রঙয়ে। ফোন দুটিতে ইয়ারফোন জ্যাক থাকছে। তবে কোন ওয়্যারলেস চার্জিং নেই। এছাড়াও থাকবে তিন মাসের ইউটিউব মিউজিকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন। আগামী ১৫ই মে থেকে এটি ফ্লিপকার্টে বিক্রি শুরু হবে।