ভারতে দুটি নতুন কারখানা স্থাপন করতে যাচ্ছে স্যামসাং
Friday, May 03 2019sam mobile
ভারতের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে প্রায় ২,৫০০ কোটি রূপি বিনিয়োগ করতে যাচ্ছে স্যামসাং। স্থানীয় পর্যায়ে ব্যাটারী ও ডিসপ্লে প্যানেল তৈরীর জন্য দুটি নতুন কারখানা স্থাপনেরও প্রস্তুতি চলছে। গত বছর ভারতে বিশ্বের সবচেয়ে বড় মোবাইল উৎপাদন কারখানা স্থাপনের পর এটিই হতে যাচ্ছে নতুন বিনিয়োগ।
এ উদ্যোগের অংশ হিসেবে স্যামসাং ডিসপ্লে কোং এবং স্যামসাং এসডিআই ইন্ডিয়া নামে দুটি কোম্পানি যাত্রা শুরু করবে। স্যামসাং ডিসপ্লে কোং নদীয়াতে স্থাপন করা হবে এবং ইতিমধ্যে রাজ্য সরকারের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। ১,৫০০ কোটি রূপি মূল্যের এই কারখানাটি আগামী বছরের এপ্রিল থেকে উৎপাদন শুরু করবে।
Ad
স্যামসাং এসডিআই ভারতে লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদনের জন্য প্রায় ১,০০০ কোটি রূপির কারখানা স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। দেশটির সাধারণ নির্বাচনের পরে কারখানা স্থাপনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হবে।
নতুন দুইটি কারখানা থেকে উৎপন্ন পণ্য ভারতের পাশাপাশি স্যামসাংয়ের অন্য ক্রেতাদেরও সরবরাহ করা হবে। স্যামসাং এখান থেকে সরকারের অনুমতি সাপেক্ষে পণ্য রপ্তানিও করতে পারবে। কোম্পানিটি প্রয়োজনে বিনিয়োগ বৃদ্ধিতেও আগ্রহী।