মার্চে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ১১ লক্ষ

Thursday, April 25 2019
মার্চে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ১১ লক্ষ


গত মার্চ মাসে দেশে মোট ১১ লাখ ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে। এতে করে ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটি ৩১ লাখে পৌঁছেছে। বাংলাদেশ টেলিকমনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এক মাসে ব্যবহারকারীর এই বর্ধিত হওয়া এ যাবতকালে সবচেয়ে বেশি।

পরিসংখ্যানে দেখা গেছে, মোবাইল ফোন ভিত্তিক সংযোগ নেয়া গ্রাহক সবচেয়ে বেশি। ৮ কোটি ৭৩ লাখ ব্যবহারকারী মোবাইল ফোন ভিত্তিক সংযোগ ব্যবহার করছে। অন্য ওয়াইম্যাক্স ব্যবহারকারীর সংখ্যা ৬১ হাজার এবং আইএসপি ও পিএসটিএন আওতায় রয়েছে ৫৭ লাখ ৩১ হাজার ব্যবহারকারী।

এই শিল্প সংশ্লিষ্ট মহল জানান, গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে ইন্টারনেট ব্যবহার হঠাৎ করে নেমে যেতে দেখা যায়, তবে চলতি বছর জানুয়ারি মাস থেকে আবার উর্ধ্বমুখি প্রবণতা দেখা যায় এবং তা অব্যাহত রয়েছে। সেসময় টেলিকম রেগুলেটর কর্তৃক মোবাইল অপারেটরদের ইন্টারনেট প্যাকেজগুলোর সংখ্যা ও মেয়াদের ক্ষেত্র সীমিত করে দেয়ায় আংশিকভাবে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা নেমে যায়।
[ বাসস ]
share on