একদিনেই সমস্যা গ্যালাক্সি ফোল্ডের পর্দায়

Thursday, April 18 2019
স্যামসাংয়ের ভাঁজ করা ফোন
Forbes


গত সোমবার স্যামসাং তাদের ভাঁজ করা ফোনগুলো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকর্মীদের হাতে দেয় ব্যবহারের জন্য। এর ৪৮ ঘন্টার মধ্যেই এসকল রিভিউ ইউনিটে বিভিন্ন ধরণের সমস্যা দেখা দেয় যার অধিকাংশই ছিল ভাঁজ করা স্ক্রিন সংক্রান্ত। পরবর্তী কয়েক ঘণ্টায় দ্যা ভার্জ, ব্লুমবার্গ এবং সিএনবিসি সহ যাদেরকে সোমবারে রিভিউ ইউনিট দেওয়া হয়েছিল, তারা একে একে ফোনটিতে নিজেদের সমস্যার সম্মুখীন হওয়ার খবর প্রকাশ করতে থাকে।

উদ্বেগের বিষয় হচ্ছে এর বিস্তৃত প্লাস্টিক পর্দার স্থায়িত্ব নিয়ে। এতে একটি বিল্ট ইন স্ক্রিন প্রটেক্টর রয়েছে যা স্যামসাং ব্যবহারকারীদেরকে তুলে ফেলতে সতর্ক করেছিল, কিন্তু সংবাদমাধ্যম ব্লুমবার্গের মার্ক গার্মান বক্সে কোন সতর্ক বার্তা না পেয়ে ওই লেয়ারটি তুলে ফেলেন। এটি তুলে ফেলার পরই পুরো স্ক্রিন ২৪ ঘণ্টার জন্য কালো হয়ে যায়, শুধুমাত্র ব্যবহার অযোগ্য সিলভারটি দেখা যাচ্ছিল। সর্বশেষ, সিএনবিসির স্টিভ কচ একটি ভিডিও শেয়ার করেন যেখানে স্ক্রিন বারবার অন অফ হতে দেখা যায়, যদিও তারা স্ক্রিন প্রটেক্টরটি অপসারণ করেননি। এই ইউনিটটি তাদেরকে দেওয়া হয়েছিল গত সোমবার।

স্যামসাংয়ের ভাঁজ করা ফোন
Reuters


৭.৩ ইঞ্চির প্রধান ডিসপ্লে বিশিষ্ট এই ফোন ৪:২:৩ রেশিওতে ১৫৩৬*২১৫২ পিক্সেল সমর্থন করে। ফোনটি অবমুক্ত করার আগে স্যামসাং গত বছর প্রায় লক্ষবারেরও বেশি সময় ভাঁজ করা স্ক্রিন নিয়ে পরীক্ষা করেছিল। নতুন ডিসপ্লেতে স্যামসাং ওলেড ধরণের প্যানেল ব্যবহার করে যার উপরে কোন গ্লাস প্যানেল ছিল না। এর পরিবর্তে সর্বাধুনিক প্রযুক্তির পলিমার ব্যবহার করা হয়। এতে ৪৫% সরু পোলারাইজারও ছিল।

স্যামসাং এখনো কোন মন্তব্য করে নি এবং সংবাদকর্মীদের পাঠানো ফোনগুলো নিয়ে কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত সমস্যাটির ক্ষয়ক্ষতি সম্পর্কে অনুমান করা যাচ্ছে না, ধারণা করা হচ্ছে রিভিও ইউনিটগুলো একই প্রোডাকশন ব্যাচের ছিল। এদিকে এ ঘটনায় ভাঁজ করা ফোনের উপর কোন বাণিজ্যিক প্রভাব ফেলবে কি না বলা যাচ্ছে না, যা এই মাসের শেষ নাগাদ বাজারে আসার কথা ছিল।
share on