মেসেঞ্জার আবারো ফেসবুকের মূল অ্যাপে যুক্ত হতে পারে

Sunday, April 14 2019
ফেসবুক
the verge


ফেসবুক ২০১১ সালে মেসেঞ্জার অবমুক্ত করে এবং ২০১৪ সালে একে মূল ফেসবুক ফিচার থেকে আলাদা করে দেয়। কিন্তু এখন সম্ভবত ঘড়ির কাটা বিপরীত দিকে যেতে শুরু করেছে, কেননা মেসেঞ্জারকে পুনরায় মূল ফেসবুকের সাথে যুক্ত করার সম্ভবনা দেখা যাচ্ছে।

জানুয়ারীতে ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ কোম্পানীর সকল মেসেজিং অ্যাপকে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ডেভেলপারদের নির্দেশ দেন, যেন সবগুলো অ্যাপ একইভাবে কাজ করে। ফেসবুক যখন তার সকল মেসেজিং সেবা (হোয়াটস অ্যাপ ও ইন্সটাগ্রামসহ) একত্রিত করার প্রস্তুতি নিচ্ছে, তখন সম্ভবত মেসেঞ্জার অ্যাপকেও পুনরায় মূল ফেসবুকের সাথে যুক্ত করা হতে পারে। মূলত অ্যাপলের আইমেসেজ-এর সাথে টক্কর দিতেই এ উদ্যোগ নিয়েছিলো ফেসবুক। এতে এক প্লাটফর্ম থেকে মেসেজ পাঠালেও অন্য প্লাটফর্ম থেকে পড়া যাবে, এবং এক্ষেত্রে ফেসবুকের নতুন চ্যাট ফিচারটি তাদের একত্রিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
share on