দক্ষিণ কোরিয়ায় দ্রুতগতির ৫জি নেটওয়ার্ক চালু
Saturday, April 06 2019 দক্ষিণ কোরিয়া দেশব্যাপী বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ৫জি মোবাইল নেটওয়ার্ক চালু করেছে। নির্ধারিত সময়ের দু’দিন আগেই তারা এ সেবা চালু করলো। বৃহস্পতিবার দেশটির শীর্ষ মোবাইল কোম্পানিগুলো একথা জানায়। খবর এএফপি’র।Ad
খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়ার শীর্ষ তিন মোবাইল কোম্পানি এসকে টেলিকম, কেটি ও এলজি ইউপ্লাস বুধবার স্থানীয় সময় রাত ১১টায় তাদের ৫জি সেবা চালু করেছে। যদিও ৫ এপ্রিল এ সেবা চালু করা হবে বলে এর আগে ঘোষণা দেয়া হয়েছিল। প্রযুক্তিতে এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়া তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি চাঙ্গা করার অংশ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে ৫জি সেবা দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, মার্কিন মোবাইল কোম্পানি ভেরাইজন খুব শিগগিরই তাদের ৫জি সেবা চালু করতে পারে এমন জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়ার পর দক্ষিণ কোরিয়ার এসব মোবাইল কোম্পানি এক ধরনের তড়িঘড়ি করে গভীর রাতে এ সেবা চালু করলো। এক অনুষ্ঠানে ভেরাইজন মোবাইল কোম্পানি নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে মার্কিন স্থানীয় সময় বুধবার শিকাগো ও মিনিয়াপোলিসে তাদের ৫জি সেবা চালু করার ঘোষণা দেয়ার মধ্যেই দক্ষিণ কোরিয়ার অপারেটরেরা এ সেবা চালু করলো। [ বাসস ]