২৬শে মার্চ হুয়াওয়ে অবমুক্ত করবে পি৩০ ও পি৩০ প্রো!

Sunday, March 24 2019 এক সপ্তাহেরও কম সময়ে জনপ্রিয় স্মার্টফোন কোম্পানী হুয়াওয়ে বাজারে নিয়ে আসবে তাদের আরো দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন পি৩০ এবং পি৩০ প্রো। এই রিলিজ সংক্রান্ত তথ্যের টরেন্ট ফাইল ইতিমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন দুটির ফাঁস হওয়া স্পেসিফিকেশন এর সাথে মাইস্মার্টপ্রাইস এর সদ্য প্রকাশিত ফিচার গুলোর দারুন মিল পাওয়া গিয়েছে যার মধ্যে কিরিন ৯৮০ প্রসেসর, পেছনে কোয়াড ক্যামেরা সিস্টেম, ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সিস্টেম অন্যতম। সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী পি৩০ এবং পি৩০ প্রো এর মধ্যে মূল পার্থক্য থাকবে এর ক্যামেরার জুমিং সিস্টেমে। পি৩০ প্রো তে থাকবে ১০গুন জুম এর ক্ষমতা সম্পন্ন পেরিস্কোপ স্টাইল ক্যামেরা অপরদিকে পি৩০ এর মধ্যে থাকবে ৫ গুন সম্পন্ন জুমিং সিস্টেম।

হুয়াওয়ে পি৩০ ও পি৩০ প্রো অবমুক্ত হবে ২৬শে মার্চ!
credit : huawei


ইভান ব্লাসের টুইটার হ্যান্ডল ইভলিক্স কর্তৃক সরবরাহকৃত অন্যান্য ছবির মাধ্যমে পি৩০ এবং পি৩০ প্রো এর কালার কম্বিনেশন সম্পর্কে একটি সম্যক ধারণা পাওয়া যায় যার মধ্যে আকর্ষনীয় লাল রঙটি অন্যতম। লাল ছাড়াও রয়েছে গাড় কালো এবং হুয়াওয়ের আইকনিক গ্র্যাডিয়েন্ট কালারসমূহ। ফাঁস হওয়া ছবিগুলোতে সনোস স্পিকার এর উপস্থিতি থেকে আরো ধারণা করা হচ্ছে যে, হুয়াওয়ে কোম্পানী প্রি অর্ডার এর সাথে সনোস স্পিকার ফ্রি দিতে পারে বোনাস হিসেবে যেমনটি করেছিল স্যামসাং তাদের এস১০ এর প্রি-অর্ডার এর সাথে গ্যালাক্সী বাড ফ্রি দেওয়ার মাধ্যমে।
share on