আবারো বিলিয়ন ডলার জরিমানা গুনতে হচ্ছে গুগলকে
Thursday, March 21 2019credit : the vergereuters
ইইউ এর এন্টিট্রাস্ট নিয়ন্ত্রনকারী পরিষদ গত বুধবার অ্যালফাবেট এর গুগল ইউনিটকে ১.৪৯ বিলিয়ন ইউরো জরিমানা করেছে। এর প্রধান কারন হিসেবে তারা উল্লেখ করেছে প্রতিদ্বন্দ্বী অনলাইন সার্চ বিজ্ঞাপনদাতাদের অবৈধভাবে ব্লক করা। গত দুইবছরে এটি তাদের তৃতীয় শাস্তি।
Ad
অনলাইন বিজ্ঞাপনে একাধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রতিযোগিতাকে বাধাগ্রস্ত করার অভিযোগ গুগলের বিরুদ্ধে। এ সময়কালে নিজস্ব বিজ্ঞাপন নেটওয়ার্ক অ্যাডসেন্স-কে বাড়তি সুবিধা দিতে ওয়েব ডেভেলপারগণের প্রতি বাড়তি বিধিনিষেধ আরোপ করে গুগল। আর এর মাধ্যমে ডেপেলপারদের প্রতিদ্বন্দ্বী বিজ্ঞাপন নেটওয়ার্ক ব্যবহার করা থেকে পরোক্ষভাবে নিরুৎসাহিত করে গুগল।
গতবছর ইইউ কম্পিটিশন এনফোর্সার গুগলকে অবৈধভাবে তাদের জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড-এ তাদের প্রতিদ্বন্দ্বীদের অ্যাপ ব্লক করবার জন্য রেকর্ড ৪.৩৪ বিলিয়ন ইউরো জরিমানা করে। একইভাবে গুগল ২০১৭ সালে ২.৪২ বিলিয়ন ইউরো জরিমানা এর শিকার হয় অনলাইন শপিং তুলনাকারী ওয়েবসাইটে প্রতিদ্বন্দ্বীদের অবৈধভাবে বাধা দেওয়ার জন্য।