ফেসবুকের নিজস্ব ই-কমার্স সেবা চালু

Thursday, March 21 2019 ইন্সটাগ্রামে পছন্দ হওয়া যেকোন প্রোডাক্ট এখন কেনা যাবে আরো সহজে! গত মঙ্গলবার এই ফটো শেয়ারিং অ্যাপ তাদের প্লাটফর্মে চেকআউট ফিচার সংযুক্ত করেছে যা ব্যাবহারকারীদের অ্যাপ্লিকেশনের মধ্যে অবস্থান করেই যেকোন প্রোডাক্ট অর্ডার করার সুবিধা দিবে। এই ফিচার সংযুক্তির মাধ্যমে ইন্সটাগ্রাম, ইবে এবং অ্যামাজন এর মত শপিং প্লাটফর্মের সাথে প্রতিদ্বন্দ্বীতা করবে।

ই-কমার্স সেবা চালু করলো ফেসবুক
credit: Jeenah Moon/Bloomberg News


ব্যাবহারকারীরা ছবির উপর ক্লিক করলেই প্রোডাক্ট এর দাম দেখাবে। দ্বিতীয়বার ক্লিক করলেই অর্ডার ফর্ম চলে আসবে। প্রয়োজনীয় তথ্য প্রদান করে ক্রেডিট কার্ড অথবা পেপাল এর মাধ্যমে বিল পরিশোধ করে ব্যাবহারকারীরা সহজেই যেকোন প্রোডাক্ট অর্ডার করতে পারবে। এই চেকআউট ফিচার সংযুক্তির মাধ্যমে ইন্সটাগ্রামে আর্থিক লেনদেন চালু করে দিয়ে মূল কোম্পানী ফেসবুক তাদের ব্যাবসাকে এগিয়ে নিয়ে গেছে আরো এক ধাপ। এই ফিচারের আওতায় বর্তমানে এইচ এন্ড এম (H&M) থেকে শুরু করে ইউনিক্লো (uniqlo) সহ প্রায় ২০টি শীর্ষ কোম্পানীর পোষাক অর্ডার করা যাবে ইন্সটাগ্রামে। তবে এ সকল অর্ডারে মুনাফার কত অংশ ইন্সাটাগ্রাম লাভ করবে সে সংক্রান্ত কোন তথ্য প্রকাশ করা হয়নি।

ফেসবুকের এই ই-কমার্স সেবা প্রাথমিকভাবে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে।
share on