স্যামসাং আরও দুটি ভাঁজকরা ফোন নির্মাণে কাজ করছে : ব্লুমবার্গ

Wednesday, March 06 2019
আরও দুটি ভাঁজকরা ফোন নির্মাণে কাজ করছে স্যামসাং!
credit : David Paul Morris/Bloomberg


সদ্যসমাপ্ত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রথম ভাঁজ করা ফোন গ্যালাক্সি ফোল্ড অবমুক্ত করে স্যামসাং। বইয়ের মতো ভাঁজ করা এই ফোন ভাঁজ খুলে ব্যব‌হার করা যায় ট্যাবলেট হিসেবে। তবে স্যামসাং গ্যালাক্সি ফোল্ড নয়, বার্সেলোনোয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে হুয়াওয়ে মেট এক্স আলোচনায় আসে ভাঁজ করা ফোনের ভবিষ্যৎ হিসেবে। সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানাচ্ছে, ইতিমধ্যেই আরও দুটি মডেলের ভাঁজ করা ফোন নির্মাণের কাজ শুরু করেছে।

হুয়াওয়ে মেট এক্স
credit : the verge


স্যামসাং গ্যালাক্সি ফোল্ড ভাঁজ করা যায় বইয়ের মতো, অর্থ্যাৎ ভিতরের দিকে। অন্যদিকে হুয়াওয়ের মেট এক্স ভাঁজ করা যায় বাহিরের দিকে। ব্লুমবার্গ জানাচ্ছে, স্যামসাং অন্তত একটি মডেল নিয়ে কাজ করছে যা ভাঁজ হবে বাহিরের দিকে।

গ্যালাক্সি ফোল্ড বাজারে আসবে চলতি বছরের এপ্রিলে ১৯৮০ ডলার মূল্যে। অন্যদিকে নতুন মডেলের ভাঁজকরা স্যামসাং ফোন দুটি আসবে চলতি বছরের শেষ দিকে কিংবা আগামী বছরের শুরুতে।
share on