ইনফিনিটি ডিসপ্লের স্যামসাং এ সিরিজ বাজারে আসবে সাশ্রয়ী মূল্যে
Thursday, February 28 2019 স্যামসাং চলতি মাসে বাংলাদেশের বাজারে অবমুক্ত করে সাশ্রয়ী মূল্যের গ্যালাক্সি এম১০। তবে বিপুল চাহিদার কারণে তা দ্রুতই দুষ্প্রাপ্য হয়ে পড়ে দেশের বাজারে। সম্প্রতি স্যামসাং অনুরূপ কনফিগারেশনের আরও একটি নতুন সিরিজ অবমুক্ত করেছে। সাশ্রয়ী মূল্য, ইনফিনিটি ডিসপ্লে, বৃহদাকার ব্যাটারী নিয়ে বাজারে আসবে স্যামসাং এ সিরিজ।Ad
ভারতের বাজারে আজ ২৮শে ফেব্রুয়ারী অবমুক্ত করা হলো এই নতুন সিরিজের এ৫০ ও এ৩০ ফোন। স্যামসাং এ৫০ এর জন্য ভারতীয় মুদ্রায় খরচ হবে ১৯৯৯০ রূপী বা ২৮০ ডলার আর এ৩০ মডেলের দাম পড়বে ১৬৯৯০ রূপী বা ২৪০ ডলার। এছাড়াও শীঘ্রই বাজারে আসবে ১২০ ডলার মূল্যমানের এ১০।
এক নজরে স্যামসাং এ৫০:
- ৬.৪ ইঞ্চি ইনফিনিটি ইউ সুপার অ্যামোলেড ডিসপ্লে
- ২৫ মেগাপিক্সেল মূল ক্যামেরা
- চার গিগাবাইট র্যাম, ৬৪ গিগাবাইট স্টোরেজ
- চারহাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী
Ad
এক নজরে স্যামসাং এ৩০:
- ৬.৪ ইঞ্চি ইনফিনিটি ইউ সুপার অ্যামোলেড ডিসপ্লে
- ১৬ মেগাপিক্সেল মূল ক্যামেরা
- তিন গিগাবাইট র্যাম, ৩২ গিগাবাইট স্টোরেজ
- চারহাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী