বাংলাদেশী সার্চ ইঞ্জিন অ্যাডসকালেক্ট-এর সাথে ভারতীয় কোম্পানির সমঝোতা স্মারক স্বাক্ষর

Monday, February 18 2019
ভারতের হায়দ্রাবাদে অনুষ্টিত ইন্ডিয়াসফট ২০১৯


বাংলাদেশী সার্চ ইঞ্জিন অ্যাডসকালেক্ট সম্প্রতি ভারতে অনুষ্ঠিত সফটওয়্যার প্রদর্শনী ইন্ডিয়াসফট-এ অংশগ্রহণ করে। প্রায় ৬০ টি দেশের তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীদের অংশগ্রহণে এ আয়োজনে ২০০টিরও বেশী ভারতীয় সফটওয়্যার কোম্পনি তাদের পণ্য ও সেবা উপস্থাপন করেন। ভারতের হায়দ্রাবাদে ৪ ও ৫-ই ফেব্রুয়ারী অনুষ্টিত এ আসরে বাংলাদেশী প্রতিনিধিদলের অংশ হিসেবে অ্যাডসকালেক্ট-কে নির্বাচন করে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।

বাংলাদেশী সার্চ ইঞ্জিন অ্যাডসকালেক্ট-এর সাথে ভারতীয় কোম্পানির সমঝোতা স্মারক স্বাক্ষর


গুগল ব্যব‌হার করে পত্রিকায় প্রকাশিত যেকোন খবরের তালাশ করা সম্ভব। কিন্তু আজকের পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি কি দরপত্র বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া সম্ভব নয়। অ্যাজাক্স প্রযুক্তিতে প্রকাশিত ইপেপারের তথ্য খুঁজতে তেমন কার্যকর নয় প্রচলিত সার্চ ইঞ্জিনসমূহ। আর এ কাজটিই করে বাংলাদেশী সার্চ ইঞ্জিন অ্যাডসকালেক্ট। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যব‌হার করে বাংলাদেশের প্রায় সকল প্রধান দৈনিক পত্রিকা থেকে চাকুরি কি পাত্র-পাত্রী কি দরপত্র বিজ্ঞপ্তি খুঁজে দেয় সার্চ ইঞ্জিনটি। সদ্য সমাপ্ত ইন্ডিয়াসফট-এ একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভারতের বাজারে অ্যাডসকালেক্টের সম্ভবনা নিয়ে আলোচনা করেন সার্চ ইঞ্জিনটির প্রধান নির্বাহী অর্নব সমদ্দারের সাথে। এ ব্যাপারে চেন্নাইভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামডোস একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে অ্যাডসকালেক্টের সাথে। এ উদ্যোগের ফলে ভারতের বৃহৎ বাজারে বাংলাদেশের অগ্রসর সফটওয়্যার প্রযুক্তির সেবা পৌঁছে যেতে পারে অ্যাডসকালেক্টের মাধ্যমে। [ বিজ্ঞপ্তি ]
share on