মোবাইলে আসছে ১৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারী
Monday, February 04 2019১৮০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী নিয়ে আসবে নতুন এক মোবাইল। চলতি মাসে বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রসে অবমুক্ত করা হতে পারে ফোনটি। ব্যাটারী নির্মাতা প্রতিষ্ঠান এনারজাইজার এই ফোনটি অবমুক্ত করতে যাচ্ছে। ভাঁজ করা ডিসপ্লে, পপ-আপ ক্যামেরার মতো ফিচার নিয়ে ২৬ টি নতুন মোবাইল ডিভাইস অবমুক্ত করতে যাচ্ছে এনারজাইজার।
Ad
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, এনারজাইজার ইউ৬২০এস-পপ এবং ইউ৬৩০এস-পপ মডেল দুটিতে থাকবে লুকোনো বা পপ-আপ ক্যামেরা। ফোনদ্বয়ে থাকবে মিডিয়াটেকের হেলিও চিপসেট, ১৬ মেগাপিক্সেলের পপ-আপ ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা।
আর ১৮০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারীর ফোনটি আসবে এনারজাইজারের পাওয়ার ম্যাক্স লাইনআপে। এটি হতে যাচ্ছে মোবাইল ফোনে ব্যবহৃত সবচেয়ে বৃহৎ ব্যাটারী। তবে এটি কি শুধুই প্রদর্শনীর জন্য প্রস্তুতকৃত কনসেপ্ট ফোন নাকি জনসাধারণের বহুল ব্যবহারের জন্য উৎপাদিত ফোন - তা জানার জন্য অপেক্ষা করতে হবে ২৫শে ফেব্রুয়ারী পর্যন্ত