নচ্যুক্ত স্যামসাং ফোন আসছে
Tuesday, January 29 2019 অবশেষে নচ্বিশিষ্ট ফোন অবমুক্ত করলো স্যামসাং। গ্যালাক্সি এম১০ ও এম২০ মূলত ভারতের বাজারকে লক্ষ্য করে অবমুক্ত করতে যাচ্ছে স্যামসাং। ৫ই ফেব্রুয়ারী থেকে অ্যামাজন ডট ইন থেকে ক্রয় করা যাবে এই ফোন।Ad
এক নজরে স্যামসাং গ্যালাক্সি এম১০:
- ৬.২২ ইঞ্চি পর্দা
- এক্সিনস ৭৮৭০ প্রসেসর
- ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
- ২ গিগাবাইট/৩ গিগাবাইট সংস্করণ
- ৩৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী
এক নজরে স্যামসাং গ্যালাক্সি এম২০:
- ৬.৩ ইঞ্চি পর্দা
- এক্সিনস ৭৯০৪ প্রসেসর
- ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
- ৩ গিগাবাইট/৪ গিগাবাইট সংস্করণ
- ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী
সাশ্রয়ী গ্যালাক্সি এম১০ ও এম২০ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতীয় মুদ্রায় যথাক্রমে - ৭৯৯০ রূপী ও ১০৯৯০ রূপী।
Ad