দশগুণ জুম প্রযুক্তির ক্যামেরার ঘোষণা নিয়ে আসছে ওপো
Wednesday, January 16 2019 মোবাইলের ক্যামেরায় দশগুণ জুম করার সক্ষমতা যুক্ত করার ঘোষণা দিতে যাচ্ছে ওপো। আগামী মাসে বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এ সংক্রান্ত ঘোষণা দিতে যাচ্ছে কোম্পানিটি। তবে জুম প্রযুক্তির ক্ষেত্রে ছবি ক্রমান্বয়ে মানের অবনমনের যে সমস্যা তা থেকে কিভাবে উত্তরণ করবে ওপো, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।credit : the verge
Ad
ওপোর এই নতুন প্রযুক্তির ক্যামেরার লেন্সটি প্রকৃতপক্ষে ১৫.৯-১৫৯ মিমি লেন্সের সমতুল্য। ফলে এ ক্যামেরায় ওয়াইড অ্যাঙ্গেল থেকে মাঝারি পাল্লার টেলিফটো - সকল ছবিই তোলা যাবে। তবে ওপো যে 'লসলেস' জুম প্রযুক্তির প্রতিশ্রুতি দিচ্ছে তা নি:সন্দেহে সংশয়ের সৃষ্টি করছে। এমনকি অ্যাপলের সর্বশেষ ফ্ল্যাগশিপ ফোনেও জুম বৃদ্ধির সাথে সাথে ছবির মানের অবনমন রোধ সম্ভব হয় না। তাই আগামী মাসের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের জন্য অপেক্ষা করা ছাড়া এ সংশয়ের অবসান সম্ভব হবে না উৎসাহী পাঠকের।