পাঁচ ক্যামেরা নিয়ে আসছে নকিয়া ৯ পিওরভিউ!
Wednesday, January 02 2019 চার ক্যামেরা নিয়ে ইতিমধ্যে বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সি এ৯। তবে উন্নত ক্যামেরার দৌঁড়ে পিছিয়ে নেই নকিয়া। আগাম খবরের অন্যতম উৎস ইভলিকস্ জানাচ্ছে নকিয়া নিয়ে আসছে পাঁচ ক্যামেরা বিশিষ্ট ফোন। ছবি তোলার পরেও এ ক্যামেরায় ছবির ফোকাস পরিবর্তন করা যাবে।Ad
বেশ কিছুদিন ধরে অনলাইনে নকিয়া ৯ পিওরভিউ নামের এ সম্ভাব্য ফোনটির একটি ভিডিও পাওয়া যাচ্ছে। তবে কোন নির্ভরযোগ্য সূত্র থেকে এর সত্যতা জানা যাচ্ছিল না। অবশেষে গতকাল ইভান ব্লাসের টুইটার হ্যান্ডল থেকে পাঁচ ক্যামেরার ফোনটির একটি ছবি পোস্ট করা হয়। নকিয়া ফোনের প্রস্তুতকারক এইচএমডি গ্লোবাল সম্প্রতি 'পিওরভিউ' প্রতিষ্ঠানটিকে অধিগ্রহণ করে মাইক্রোসফটের কাছ থেকে। উন্নত ক্যামেরার জন্য প্রসিদ্ধ এই পিওরভিউ প্রযুক্তি ব্যবহৃত হবে নকিয়া ৯ ফোনটিতে।
এক নজরে সম্ভাব্য নকিয়া ৯ পিওরভিউ:
- ৫.৯৯ ইঞ্চি 'পিওরডিসপ্লে'
- কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর
- ৬ গিগাবাইট র্যাম
- ১২৮ গিগাবাইট স্টোরেজ
- ডিসপ্লেতে সন্নিবেশিত ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
চলতি বছরের ফেব্রুয়ারীতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নকিয়া ৯ পিওরভিউ অবমুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Ad