বন্ধ হয়ে যাচ্ছে এসেনশিয়াল

Monday, December 31 2018 প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোন নির্মাতা হিসেবে আত্মপ্রকাশের বছরখানেকের মধ্যেই বিদায় ঘন্টা বাজতে যাচ্ছে এসেনশিয়ালের। অ্যান্ড্রয়েড স‌হ-প্রতিষ্ঠাতা অ্যান্ডি রুবিনের এসেনশিয়াল প্রথম আলোচনায় আসে পিএইচ-১ ফোনের মাধ্যমে। প্রিমিয়াম হার্ডওয়্যার ও নিয়মিত সফটওয়্যার হালনাগাদ - বলতে গেলে এটিই ছিলো এসেনশিয়ালের ট্যাগ লাইন। তবে তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে স্যামসাং, হুয়াওয়ের সাথে পাল্লা দিয়ে টিকে থাকা সম্ভব হয়নি এই নতুন কোম্পানির। উপরন্তু ফোনের ক্যামেরায় ত্রুটি, কোম্পানির অভ্যন্তরিন সমস্যা ও সর্বোপরি প্রতিষ্ঠাতা অ্যান্ডি রুবিনের গুগলে অবস্থানকালীন সময়ের যৌন হয়রানির অভিযোগ টালমাটাল অবস্থা তৈরী করে নতুন এ উদ্যোগের।

বন্ধ হয়ে যাচ্ছে এসেনশিয়াল
credit : 9to5google


তবে ফোন নির্মাণ বন্ধ করলেও ব্যবসা গুটানোর পরিকল্পনা আপাতত নেই এসেনশিয়ালের। বরং ফোন সংশ্লিষ্ট নতুন পণ্য নিয়ে হাজির হওয়ার পরিকল্পনা করছে এসেনশিয়াল। স্বয়ংক্রিয়ভাবে এসএমএস ও ইমেইলের উত্তর প্রদানে সক্ষম এক পণ্য নিয়ে নাকি শীঘ্রই হাজির হবে এসেনশিয়াল।
share on