বছরের শেষ প্রান্তিকে আয় কমলো স্যামসাং-এর
Monday, December 24 2018 চলতি বছরের শেষ প্রান্তিকে স্যামসাং-এর আয় কমতে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকেরা।কোরিয়ান বিশ্লেষকদের বরাত দিয়ে 'দ্য ইনভেস্টর' পত্রিকা জানাচ্ছে, ২০১৮ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে স্যামসাং-এর আয় পূর্ববর্তী বছরের একই সময়কালের থেকে প্রায় সাড়ে সাত শতাংশ কমে ১২.৩ বিলিয়ন মার্কিন ডলারে নামতে যাচ্ছে। আর এ ভবিষ্যৎবাণী সত্য হলে এটিই হবে বিগত দুই বছরে কোন একটি প্রান্তিকে স্যামসাং-এর সর্বনিম্ন আয়ের রেকর্ড।Ad
স্যামসাং-এর আয় কমে যাওয়ার কারণ হিসেবে বিশ্বব্যাপী র্যামের দাম কমে যাওয়াকে দায়ী করা হচ্ছে। এছাড়া, বিদ্যমান মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধের কারণেও প্রভাব পড়ে থাকতে পারে বিক্রিবাট্টায়। তবে তা সত্ত্বেও এ বছরটা কিন্তু খারাপ যায়নি স্যামসাং-এর। বরং বছরের তৃতীয় প্রান্তিকে রেকর্ড আয় সহ বাৎসরিক আয়ের ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়তে সক্ষম হয়েছে কোরিয়ান এই কনগ্লোমারেট।