দশ গিগাবাইট র‌্যামের ফোন নিয়ে এলো ওয়ানপ্লাস!

Thursday, December 13 2018
দশ গিগাবাইট র‌্যামের ফোন নিয়ে এলো ওয়ানপ্লাস!
credit : OnePlus


প্রিমিয়াম স্মার্টফোন নির্মাতা ওয়ানপ্লাস ও যুক্তরাজ্য ভিত্তিক গাড়ী নির্মাতা ম্যাকলরেন যৌথ উদ্যোগে নিয়ে এলো বিশ্বের প্রথম দশ গিগাবাইট র‌্যাম সমৃদ্ধ ফোন ম্যাকলরেন ওয়ানপ্লাস ৬টি। ২৫৬ গিগাবাইট স্টোরেজ সুবিধা সম্বলিত এ ফোনটি মূলত ওয়ানপ্লাস ৬টি সংস্করণের প্রিমিয়াম সংস্করণ। আজ ১৩ই ডিসেম্বর থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের বাজারে ফোনটি পাওয়া যাবে।

ম্যাকলরেন ওয়ানপ্লাস ৬টি


ম্যাকলরেন ও ওয়ানপ্লাস যৌথ উদ্যোগের এ ফোনে থাকছে দ্রুতগতির চার্জকরণ সুবিধা। মাত্র ২০ মিনিটের মধ্যেই সারাদিনের চার্জ নিয়ে নিতে সক্ষম এই ফোন। আর অভিজাত গাড়ী নির্মাতা ম্যাকলরেনের অনন্য বৈশিষ্ট্য যে পেঁপেসদৃশ সবুজ রং - তার ব্যব‌হার থাকছে এই ফোনে। সাশ্রমী প্রিমিয়াম ফোন নির্মাতা ওয়ানপ্লাস ও বিলাসব‌হুল গাড়ী নির্মাতা ম্যাকলরেনের এই যৌথ উদ্যোগ নিয়ে আশাবাদী উভয়পক্ষই। তবে ৬৯৯ ডলার মূল্যের এই ফোনের বিপুল র‌্যাম ব্যব‌হারের উপযোগী অ্যাপ বাজারে আসতে আরও বেশ কিছুকাল অপেক্ষা করতে হতে পারে ক্রেতাদের।
share on