শাওমীর প্রথম ফাইভজি ফোন মি মিক্স ৩

Sunday, December 09 2018
শাওমীর প্রথম ফাইভজি ফোন মি মিক্স ৩
credit : xiaomi


শাওমী সম্প্রতি প্রদর্শন করলো প্রথম ফাইভজি ফোন মি মিক্স ৩। অতিদ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট সুবিধা সম্বলিত ফোনটি আগামী বছরের শুরুতে ইউরোপের বাজারে পাওয়া যাবে। চীনে একটি কনফারেন্সে এই ফাইভজি ফোনের কার্যকারিতা প্রদর্শন করে শাওমি। প্রতি সেকেন্ডে ২ গিগাবিট গতিতে ডেটা ডাউনলোড সম্ভব হবে এই নতুন প্রজন্মের যোগাযোগ প্রযুক্তিতে।

শাওমী ২০১৬ সাল থেকে ফাইভজি প্রযুক্তি নিয়ে গবেষণা করে চলেছে। ঘোষণা অনুসারে নির্ধারিত সময়ে বাজারে ছাড়তে সফল হলে অপর শীর্ষ নির্মাতা অ্যাপল থেকে অন্তত এক বছর এগিয়ে থাকবে শাওমী। ফাইভজি সংস্করণে মি মিক্স ৩ আসবে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট ও এক্স৫০ মোডেম নিয়ে।
share on