মাইক্রোসফট এবার ক্রোম ব্রাউজার তৈরী করবে!

Tuesday, December 04 2018 প্রায় তিন বছর আগে এজ্ ব্রাউজার অবমুক্ত করে মাইক্রোসফট। তবে বাজারে বিদ্যমান মজিলা ফায়ারফক্স ও গুগল ক্রোমের সাথে প্রতিযোগিতায় তেমন সুবিধা করতে পারেনি মাইক্রোসফটের এই ব্রাউজার। উইন্ডোজ সেন্ট্রাল জানাচ্ছে, মাইক্রোসফট নাকি সমাপ্ত করতে যাচ্ছে এজ্ ব্রাউজার এবং তার পরিবর্তে নির্মাণ করবে নিজস্ব ক্রোম ব্রাউজার।

এবার ক্রোম ব্রাউজার তৈরী করবে মাইক্রোসফট!


ওপেন সোর্স ক্রোমিয়াম ব্রাউজারের প্রোপাইটরী সংস্করণ হলো গুগল ক্রোম ব্রাউজার। এই ক্রোমিয়াম ব্রাউজারটিকেই এবার নিজেদের মতো পরিবর্তিত করে উইন্ডোজ প্লাটফর্মে যুক্ত করতে যাচ্ছে মাইক্রসফট। উল্লেখ্য ইতিপূর্বে মাইক্রোসফট জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের ওপেন সোর্স সংস্করণ অ্যান্ড্রয়েড ওপেন সোর্স প্লাটফর্মের(AOSP) বেশ কিছু হ্যান্ডসেট বাজারে এনেছিলো নকিয়ার ব্যানারে। তবে তেমন সাফল্যের মুখ দেখেনি সে উদ্যোগ।
share on