গুগলের পিক্সেল ৩ নতুন মাত্রা যুক্ত করবে স্মার্টফোনের ক্যামেরায়

Saturday, November 17 2018
গুগলের পিক্সেল ৩ নতুন মাত্রা যুক্ত করবে স্মার্টফোনের ক্যামেরায়
credit : trustedreviews.com


গত ১৮ই অক্টোবর গুগল ঘোষণা করে ফ্ল্যাগশিপ ফোন পিক্সেল ৩ ও পিক্সেল ৩ এক্সএল। চলতি নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে ফোনটি বাজারজাত করতে শুরু করে গুগল। ইতিমধ্যেই ফোনটি ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে এর উন্নত ও ব্যতিক্রমী 'নাইটসাইট' ক্যামেরার কারণে। পিক্সেল ৩ যে স্মার্টফোনের ক্যামেরার নতুন মান নির্ধারণ করে দিতে যাচ্ছে - সেরকম আলোচনা শোনা যাচ্ছে বেশ জোরেশোরেই।

অন্ধকারে পরিষ্কার ছবি তুলতে সক্ষম নাইটসাইট ক্যামেরা


ফ্ল্যাগশিপ স্মার্টফোনের আলোচনায় আইফোন বরাবরই আলাদা গুরুত্বের সাথে স্থান পায় এর অগ্রসর ক্যামেরা ও ক্যামেরায় ব্যব‌হৃত এআই সফটওয়্যারের কারণে। সাম্প্রতিক সময়ে প্রতিটি স্মার্টফোনের প্রচারণায় উল্লেখযোগ্য স্থান লাভ করে ক্যামেরা প্রযুক্তি। গুগলের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন পিক্সেল ৩ ও পিক্সেল ৩ এক্সএল আসছে ১২.২ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে। তবে এ ক্যামেরার বিশেষত্ব হলো সম্পূর্ণ অন্ধকারেও এটি পরিষ্কার ও উজ্জ্বল ছবি তুলতে সক্ষম। ফ্ল্যাশ ছাড়াই অত্যন্ত দৃষ্টিনন্দন ছবি তুলতে সক্ষম এই ক্যামেরা। এছাড়াও ফোনটিতে রয়েছে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যা গ্রুপ সেলফিতে যুক্ত করবে নতুন মাত্রা। 'পিক্সেল ভিজ্যুয়াল কোর' নামে আলাদা একটি চিপ ফোনটির ক্যামেরায় যুক্ত করেছে উচ্চ ক্ষমতাসম্পন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। যুক্তরাষ্ট্রে পিক্সেল ৩ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯৯ ডলার ও পিক্সেল ৩ এক্সএল পাওয়া যাবে ৮৯৯ ডলার মূল্যে।
share on