সাশ্রয়ী কম্পিউটার নিয়ে এলো রাসবেরি

Friday, November 16 2018 স্বল্পমূল্যে দৈনন্দিন কাজে ব্যব‌হার্য কম্পিউটার তৈরীর লক্ষ্য নিয়ে যাত্রা করেছিল রাসবেরি পাই ফাউন্ডেশন। ৫ থেকে ৩৫ ডলার মূল্যমানের কম্পিউটার বাজারজাত করে ইতিমধ্যে শিক্ষার্থী-গবেষকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরী করতে সমর্থ হয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি রাসবেরি ঘোষণা করেছে নতুন পাই ৩ মডেল এ+। এটি পূর্ববর্তী মডেল পাই ৩ বি প্লাস থেকে ১০ ডলার কমে ২৫ ডলার মূল্যমানে বাজারজাতকরণের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

সাশ্রয়ী কম্পিউটার নিয়ে এলো রাসবেরি
credit : রাসবেরি পাই ফাউন্ডেশন


এক নজরে পাই তিন মডেল এ‌‌+:

- কোয়াডকোর ১.৪ গিগাহার্জ ব্রডকম প্রসেসর
- ব্লুটুথ ৪.২, ওয়াইফাই কানেক্টিভিটি
- ৫১২ মেগাবাইট র‌্যাম
- একটি ইউএসবি ২.০ পোর্ট

ক্রেডিট কার্ড সদৃশ এই কম্পিউটারটি পূর্ণাঙ্গ ডেস্কটপরূপে ব্যব‌হার করতে অবশ্য মনিটর, কিবোর্ড ইত্যাদি আলাদাভাবে যুক্ত করতে হবে।
share on