ত্রুটিপূর্ণ আইফোন এক্স মেরামত করে দেবে অ্যাপল
Monday, November 12 2018credit : apple
বিগত ২০১৭ সালে অ্যাপলের তৈরী আইফোন টেন(X) ও কিছুসংখ্যক ম্যাকবুকে উৎপাদনগত ত্রুটির কথা স্বীকার করেছে অ্যাপল। আইফোন টেন ডিসপ্লে বিনা স্পর্শে সচল হয়ে ওঠা কিংবা স্পর্শে সাড়া না দেওয়ার মতো ত্রুটি দেখা দেয় সাম্প্রতিক সময়ে। ৯৯৯ ডলার মূল্যমানের এসকল আইফোন টেনের পর্দা বিনামূল্যে মেরামতের ঘোষণা দিয়েছে অ্যাপল।
Ad
অ্যাপল সাম্প্রতিক সময়ে একাধিক পণ্যে ত্রুটি পাওয়ার পর তা বিনামূল্যে মেরামতের মাধ্যমে গ্রাহক অসন্তোষ প্রশমনের চেষ্টা করেছে। ইতিপূর্বে অ্যাপলের বিরুদ্ধে আইফোনের প্রসেসর স্বয়ংক্রিয়ভাবে ধীরগতিতে নামিয়ে আনার অভিযোগ ওঠে। পরবর্তীতে এ সকল আইফোনে ব্যাটারী প্রতিস্থাপনের মাধ্যমে তাদের গতি পুনরায় পূর্বের পর্যায়ে নিয়ে যেতে সমর্থ হয় বিশ্বের সবচেয়ে বড় এ স্মার্টফোন কোম্পানিটি।