আজ ঘোষণা আসবে গুগল পিক্সেল ৩ -এর
Tuesday, October 09 2018credit : engadget
আজ ৯ই অক্টোবরনিউ ইয়র্কে পরবর্তী অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনের ঘোষণা দেবে গুগল। বর্তমানে বিশ্বের ৮০ শতাংশেরও বেশি স্মার্টফোনে ব্যবহৃত হয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। প্রায় প্রতি মাসেই অবমুক্ত হয় বিভিন্ন ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোন। তবে পিক্সেল সিরিজ যে মনোযোগের কেন্দ্রে থাকে তার কারণ এটির নির্মাতা গুগল- অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নির্মাতা স্বয়ং।
Ad
credit : engadget
credit : engadget
পিক্সেল ৩ নিয়ে জল্পনা কল্পনার তেমন কোনো সুযোগ নেই। অফিসিয়াল ঘোষণার পূর্বেই হংকং-এর একজন ব্যবসায়ী ফোনটি বিক্রির জন্য দোকানে প্রদর্শন করছেন গত ৬ই অক্টোবর থেকে। আর সে সূত্রেই পিক্সেল ৩ ও পিক্সেল ৩ এক্সএল -এর প্রায় সকল তথ্যই এখন অনলাইনে মিলছে। পিক্সেল ৩ এক্সএল আসবে ৬.৩ ইঞ্চি পর্দা আর চার গিগাবাইট র্যাম নিয়ে। কোয়ালকমের উন্নত ৮৪৫ চিপসেটের এ ফোনটিতে থাকবে ৩৭৩২ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী। আর বর্তমানের সকল হাইএন্ড ফোনের ন্যায় পিক্সেল ৩ সিরিজেও যুক্ত হচ্ছে আইফোন টেন-এর ন্যায় নচ্ যুক্ত পর্দা।
Ad