অবশেষে চালু হলো এমএনপি সেবা

Monday, October 01 2018
অবশেষে চালু হলো এমএনপি সেবা


দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে চালু হলো স‌হজে অপারেটর পরিবর্তনের সেবা এমএনপি। ফলে এখন নম্বর পরিবর্তন না করেই অপারেটর পরিবর্তন করা যাবে। নামমাত্র মূল্যে এ সেবা আজ ১লা অক্টোবর থেকে পরীক্ষামূলকভাবে চালু হলো।

বাংলাদেশ টেলিকম্যুনিকেশন রেগুলেটরি কমিশন(বিটিআরসি) আজ সকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমএনপি সেবা চালুর ঘোষণা দেয়। এখন থেকে যেকোন অপারেটরের সিম গ্রহণকালে গ্রাহক তার পুরনো নম্বর সংরক্ষিত রেখেই নতুন সংযোগ চালু করতে পারবেন। আর একাজে সিমের মূল্যের চেয়ে অতিরিক্ত ৫০ টাকা গুণতে হবে গ্রাহককে।

অবশেষে চালু হলো এমএনপি সেবা


বিটিআরসি গত বছর স্লোভেনিয়ার টেলিটেক ও বাংলাদেশের ইনফোযিলিয়ন নামক প্রতিষ্ঠানের একটি যৌথ কনসোর্টিয়ামকে এমএনপি বাস্তবায়নের কার্যাদেশ প্রদান করে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। পরবর্তীতে নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে গিয়ে অবশেষে পরীক্ষামূলকভাবে সেবাটি চালু করা হলো।
share on