পাঁচকোটি ফেসবুক ব্যব‌হারকারী হ্যাকারের কবলে

Friday, September 28 2018 কমপক্ষে পাঁচকোটি ব্যব‌হারকারী আক্রান্ত হয়েছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সর্বশেষ হ্যাকিংয়ের ঘটনায়। এ ঘটনার পরপরই আজ ৯কোটি গ্রাহকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ফেসবুক। একইসাথে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ফেসবুকের 'ভিউ অ্যাজ' ফিচারটি।

পাঁচকোটি ফেসবুক ব্যব‌হারকারী হ্যাকারের কবলে
credit : The Verge


ফেসবুকে নিজের প্রফাইল অন্য ব্যব‌হারকারীর কাছে কিভাবে প্রদর্শিত হয় তা জানার সুযোগ দেয় 'ভিউ অ্যাজ' নামক ফিচারটি। বিগত বছরে একজন হ্যাকার এই ফিচারে বিদ্যমান নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে অন্য ব্যাক্তির অ্যাকাউন্টে প্রবেশ করতে সক্ষম হন। এরূপে কমপক্ষে পাঁচ কোটি ব্যব‌হারকারীর অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিতে সক্ষম হন সেই হ্যাকার। সাম্প্রতিক সময়ে তাইওয়ানের নামকরা হ্যাকার চুং ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ফেসবুক পেজ মুছে দেয়ার হুমকি দেয়ার পরই ফেসবুকের এ নিরাপত্তা ত্রুটি আলোচনায় আসে। তবে তাইওয়ানের এ হ্যাকারই যে ফেসবুকের সর্বশেষ এ হ্যাকিংয়ের সাথে জড়িত তেমন কোন প্রমাণ এখনো মেলেনি।
share on