অ্যাপলের বিরুদ্ধে প্রযুক্তি চুরির অভিযোগ কোয়ালকমের

Wednesday, September 26 2018
অ্যাপলের বিরুদ্ধে প্রযুক্তি চুরির অভিযোগ কোয়ালকমের
credit: reuters


চিপ নির্মাতা কোয়ালকম সম্প্রতি ক্যালিফোর্নিয়ার এক আদালতে অ্যাপলের বিরুদ্ধে প্রযুক্তি চুরির অভিযোগে মামলা করেছে। সাম্প্রতিক সময়ে অ্যাপল ও কোয়ালকমের মধ্যকার চলমান দন্দ্বে নতুন মাত্রা যোগ করলো এই মামলা। দীর্ঘদিন যাবৎ অ্যাপল নির্মিত আইফোনে ব্যব‌হার করা হতো কোয়ালকম নির্মিত প্রসেসর।

অ্যাপলের বিরুদ্ধে প্রযুক্তি চুরির অভিযোগ কোয়ালকমের
credit: Getty Images


মামলার অভিযোগে বলা হয়, অ্যাপলের প্রকৌশলীরা কোয়ালকম প্রসেসরের সোর্স কোড গোপনে ইন্টেল কর্মীদের কাছে হস্তান্তর করেছে। প্রসেসরের উচ্চ পারফরমেন্স নিশ্চিতকরণে সক্ষম এই সোর্স কোড প্রতিদ্বন্দ্বী ইন্টেলের হস্তান্তর করায় কোয়ালকম ব্যবসায়ীকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ব‌হনযোগ্য ডিভাইসে উচ্চগতির প্রসেসর স‌রবরাহে কোয়ালকম বিশ্বজুড়ে অন্যতম সমাদৃত ব্র্যান্ড। অন্যদিকে ডেস্কটপ ও সার্ভারে ব্যব‌হৃত প্রসেসরের ক্ষেত্রে ইন্টেল অপ্রতিদ্বন্দ্বী। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অ্যাপল তার ফ্ল্যাগশিপ পণ্য আইফোনে কোয়ালকমের পরিবর্তে ইন্টেল প্রসেসর ব্যব‌হারে আগ্রহী হয়ে উঠেছে।

share on