তিন ক্যামেরা সংযুক্ত ফোন অবমুক্ত করলো স্যামসাং

Sunday, September 23 2018
তিন ক্যামেরা সংযুক্ত ফোন অবমুক্ত করলো স্যামসাং
credit : the verge


স্যামসাং প্রথমবারের মতো তিন ক্যামেরা বিশিষ্ট ফোন অবমুক্ত করলো। মূল ক্যামেরায় পাশাপাশি তিনটি লেন্স সজ্জিত এই ক্যামেরা চিত্রে বস্তুসমূহের তুলনামূলক দূরত্ব পরিষ্কারভাবে ফুটিয়ে তুলতে সক্ষম। একটি ২৪ মেগাপিক্সেল, একটি ৫ মেগাপিক্সেল 'ডেপথ্ লেন্স' ও একটি ৮ মেগাপিক্সেল 'ওয়াইড এঙ্গেল' লেন্স নিয়ে মূল ক্যামেরা গঠিত। গ্যালাক্সি এ৭ ফোন নামের ডিভাইসটি ইউরোপ ও এশিয়ার জন্য বাজারে ছাড়বে স্যামসাং।

গ্যালাক্সি এ৭ ফোন বাজারে আসবে ১১ই অক্টোবর। ৬ ইঞ্চি সুপার অ্যামোলেড পর্দার ফোনটিতে থাকছে ২.২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর, ৬ গিগাবাইট র‌্যাম, ৩৩০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী। ইতিপূর্বে হুয়াওয়ে ফ্ল্যাগশিপ ফোন পি২০ -এ তিন ক্যামেরা সেটআপ ব্যব‌হার করে।
share on