প্রত্যন্ত অঞ্চলে ফোরজি সম্প্রসারণে সৌরশক্তি ব্যব‌হার করবে টেলিটক

Saturday, August 04 2018 রাষ্ট্রীয় টেলিকম প্রতিষ্ঠান টেলিটক দেশের প্রত্যন্ত অঞ্চলে থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণে সৌরশক্তির ব্যব‌হার করতে যাচ্ছে। এ সংক্রান্ত একটি প্রকল্প একনেক-এর বৈঠকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বার্তা সংস্থা বাসস এর সংবাদে এ তথ্য জানানো হয়েছে।

প্রত্যন্ত অঞ্চলে ফোরজি সম্প্রসারণে সৌরশক্তি ব্যব‌হার করবে টেলিটক


দেশের সিংহভাগ এলাকায় দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট পৌঁছে গেলেও এখনও বেশকিছু অঞ্চল রয়েছে এ সকল সেবার বাইরে। বিদ্যুৎ সংযোগ বিহীন এ সকল অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে সৌরশক্তি নির্ভর এক প্রকল্প গ্রহণ করেছে টেলিটক। সোলার প্যানেলের মাধ্যমে এ সকল অঞ্চলে বিটিএস বা মোবাইল টাওয়ারে শক্তি সঞ্চার করা হবে। ৪০৬ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ শেষ হবে ২০২০ সাল নাগাদ।

অপরাপর টেলিকম কোম্পানি ইতিমধ্যেই ফোরজি সেবা চালু করলেও টেলিটক এখনও নেটওয়ার্ক উন্নীতকরনের কাজ সমাপ্ত করতে পারেনি।
share on