একশ মিলিয়ন ডলার জরিমানার মুখে টেলিনর
Friday, June 22 2018 নরওয়ের রাষ্ট্রায়ত্ত টেলিকম প্রতিষ্ঠান টেলিনরকে প্রায় একশত মিলিয়ন ডলার জরিমানার মুখোমুখি হতে হচ্ছে খোদ নরওয়েতেই। সেদেশের ব্যবসায় একচেটিয়াপনা নিয়ন্ত্রক সংস্থা সম্প্রতি টেলিনরকে বাজার প্রতিযোগিতাকে ধ্বংস করার অভিযোগে এ জরিমানা করে। বিশ্বের অন্যতম টেলিযোগাযোগ কোম্পানি টেলিনর বাংলাদেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান।credit : REUTERS/Marko Djurica
Ad
নরওয়ের নিয়ন্ত্রক সংস্থার মতে, টেলিনর ও সুইডেনের টেলিয়া কোম্পানি দেশটিতে নতুন একটি টেলিকম অপারেটরের প্রবেশকে বাঁধাগ্রস্থ করতে বিদ্যমান চুক্তির রদবদল করেছে। যার ফলে তৃতীয় একটি টেলিকম অপারেটরের আত্মপ্রকাশ আর্থিক দিক দিয়ে অলাভজনক হয়ে উঠেছে। আর এ কারণে টেলিনরকে ৯৬ মার্কিন ডলার জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। তবে টেলিনর এ সংক্রান্ত অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে এবং এ আদেশের বিরুদ্ধে আপিল করবে বলে প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছেন।