আইফোন অ্যাপ ব্যব‌হার করা যাবে ম্যাক ওএস-এ

Tuesday, June 05 2018
আইফোন অ্যাপ ব্যব‌হার করা যাবে ম্যাক ওএস-এ
credit : The Verge


ভিন্ন ভিন্ন ফর্ম ফ্যাক্টরে অভিন্ন অপারেটিং সিস্টেম চালু করার প্রথম উদ্যোগ নিয়েছিলো মাইক্রোসফট। তবে অ্যাপল-ও খুব পিছিয়ে নেই। সদ্য অনুষ্ঠিত ডেভেলপার কনফারেন্সে মোবাইল ডিভাইসের উপযোগী আইওএস অ্যাপসমূহ শীঘ্রই কম্পিউটারে ম্যাক ওএস-এ ব্যব‌হারের সুবিধা চালুর ঘোষণা দিলো অ্যাপল।

আইফোন অ্যাপ ব্যব‌হার করা যাবে ম্যাক ওএস-এ
credit : The Verge


আগামীবছর থেকে এ সুবিধা মিলবে ম্যাক ওএস সম্বলিত অ্যাপল নোটবুক ও ডেস্কটপে। আর এজন্য ম্যাকওএস -এর পরবর্তী হালনাগাদে এতে যুক্ত হতে যাচ্ছে আইওএস-এর ইউআইকিট ফ্রেমওয়ার্ক। ফলে বর্তমানে আইফোনে ব্যব‌হৃত অ্যাপসমূহ কোন পরিবর্তন ছাড়াই ব্যব‌হার করা যাবে ডেস্কটপে। এতে অ্যাপ নির্মাতাদের কাজকে যেমন স‌হজ করবে তেমনি ব্যব‌হারকারীদের দেবে আরো অনায়াস অ্যাপ ব্যব‌হারের সুবিধা।

share on