আইফোন অ্যাপ ব্যবহার করা যাবে ম্যাক ওএস-এ
Tuesday, June 05 2018credit : The Verge
ভিন্ন ভিন্ন ফর্ম ফ্যাক্টরে অভিন্ন অপারেটিং সিস্টেম চালু করার প্রথম উদ্যোগ নিয়েছিলো মাইক্রোসফট। তবে অ্যাপল-ও খুব পিছিয়ে নেই। সদ্য অনুষ্ঠিত ডেভেলপার কনফারেন্সে মোবাইল ডিভাইসের উপযোগী আইওএস অ্যাপসমূহ শীঘ্রই কম্পিউটারে ম্যাক ওএস-এ ব্যবহারের সুবিধা চালুর ঘোষণা দিলো অ্যাপল।
Ad
credit : The Verge
আগামীবছর থেকে এ সুবিধা মিলবে ম্যাক ওএস সম্বলিত অ্যাপল নোটবুক ও ডেস্কটপে। আর এজন্য ম্যাকওএস -এর পরবর্তী হালনাগাদে এতে যুক্ত হতে যাচ্ছে আইওএস-এর ইউআইকিট ফ্রেমওয়ার্ক। ফলে বর্তমানে আইফোনে ব্যবহৃত অ্যাপসমূহ কোন পরিবর্তন ছাড়াই ব্যবহার করা যাবে ডেস্কটপে। এতে অ্যাপ নির্মাতাদের কাজকে যেমন সহজ করবে তেমনি ব্যবহারকারীদের দেবে আরো অনায়াস অ্যাপ ব্যবহারের সুবিধা।
Ad