নকিয়া ফোনের ব্যবসা সম্প্রসারণে ১০০ মিলিয়ন ডলারের ত‌হবিল সংগ্রহ এইচএমডি-র

Tuesday, May 22 2018
নকিয়া ফোনের ব্যবসা সম্প্রসারণে ১০০মিলিয়ন ডলারের ত‌হবিল সংগ্রহ এইচএমডি-র
credit : REUTERS/Yves Herman


ফিনিস্ ফোন নির্মাতা নকিয়া ২০১৪ সালে ফোন নির্মাণ ব্যবসার স্বত্ব বিক্রয় করে মাইক্রোসফটের কাছে। মাইক্রোসফট উইন্ডোজ ফোনের প্রসারে এ উদ্যোগ নিলেও তা সফলতার মুখ দেখেনি। পরবর্তীতে ২০১৬ সালে প্রাক্তন নকিয়া কর্মীদের প্রতিষ্ঠিত কোম্পানি এইচএমডি গ্লোবাল নতুন করে নকিয়া ফোন নির্মাণের স্বত্ব কিনে নেয় মাইক্রোসফটের কাছ থেকে। এবার সেই এইচএমডি ব্যবসা সম্প্রসারণে ১০০ মিলিয়ন ডলারের ত‌হবিল সংগ্রহ করলো।

ফোন ব্যবসার তথ্য-উপাত্ত বিশ্লেষণী প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের মতে স্বল্প মূল্যের ফিচার ফোন বিভাগে গত বছরের শীর্ষ ব্র্যান্ড ছিলো নকিয়া। অপরাপর ব্র্যান্ডের সাথে তুলনায় বিশ্বজুড়ে নকিয়ার অবস্থান ছিলো একাদশ। জিনকো ভেনচারের উদ্যোগে এ ত‌হবিল সংগ্রহে বিশেষ অবদান ছিলো এ ত‌হবিলের স্বত্বাধিকারী জাঁ-ফ্রাঙ্কো বারিলের, যিনি একদা নকিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

share on