ত্রিমাত্রিক সেলফি আসছে আইফোন এক্স-এ
Thursday, April 12 2018 ত্রিমাত্রিক সেলফি নিয়ে কাজ করে স্টার্টআপ কোম্পানি বেলুসথ্রিডি। চলতি বছর লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিক্স শো-তে প্রতিষ্ঠানটি ঘোষণা করে ত্রিমাত্রিক সেলফি ক্যামেরার। ৪৯৯ ডলার মূল্যমানের সেই ক্যামেরা ইতিমধ্যেই প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত। তবে এরই মধ্যে প্রতিষ্ঠানটি ঘোষণা করলো আইফোন এক্স সংস্করণের জন্য অ্যাপটি অবমুক্ত করার। ফলে বাড়তি কোন হার্ডওয়্যার ছাড়াই আইফোন এক্স ব্যবহারকারীরা সক্ষম হবেন নিখুঁত ত্রিমাত্রিক ছবি তুলতে।credit : The Verge
Ad
ত্রিমাত্রিক সেলফি তুলতে ব্যবহারকারীকে মুখমন্ডলের চারধারে ফোনের ক্যামেরাটি একবার ঘুরিয়ে আনতে হবে। প্রায় ২৫০০০০ ত্রিমাত্রিক ডেটা পয়েন্টের সমন্বয়ে পূর্ণাঙ্গ চিত্রটি তৈরী করবে বেলুস অ্যাপ। বর্তমানে বেটা স্টেজে অ্যাপটি পরীক্ষা করে দেখতে পারেন আগ্রহী ব্যবহারকারীরা। আর চলতি বছরের মধ্যে অ্যাপল অ্যাপ স্টোর থেকে এ অ্যাপের পূর্ণাঙ্গ সংস্করণটি ডাউনলোড করতে পারবেন আইফোন এক্স ব্যবহারকারীরা।