যা নিয়ে আসবে ওয়ানপ্লাস সিক্স
Wednesday, April 04 2018 ফ্ল্যাগশিপ ফোন নির্মাতা ওয়ানপ্লাস ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৭ টি ফোন বাজারজাত করেছে। সাশ্রয়ী দামে উন্নত ফিচার সম্পন্ন ফোন বাজারজাত করে ইতিমধ্যেই সুনাম কুড়িয়েছে প্রতিষ্ঠানটি। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে দ্রুতগতির অনায়াস ইন্টারফেস এই ব্র্যান্ডের অন্যতম বৈশিষ্ট্য। সম্প্রতি এক ফোরাম পোস্টে প্রতিষ্ঠানটির সিইও পিট লু জানিয়েছেন ওয়ানপ্লাস সিক্স নিয়ে তার পরিকল্পনার কথা।credit : oneplus
Ad
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের আলোচনায় সবচেয়ে গুরুত্ব পায় হার্ডওয়্যার তথা প্রসেসর, র্যাম, ডিসপ্লে ইত্যাদি প্রসঙ্গ। তবে এই হার্ডওয়্যারে গ্রাহক শেষ পর্যন্ত যা ব্যবহার করেন তা হলো সফটওয়্যার। আর অ্যান্ড্রয়েড ফোনে এই সফটওয়্যার যদিও তৈরী করে গুগল, তথাপি তাতে প্রয়োজনীয় কাস্টমাইজেশন করে থাকে প্রতিটি স্মার্টফোন নির্মাতা বা OEM। তাই প্রতিটি নির্মাতার ফোনেই যেন থাকে ভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড। ওয়ানপ্লাসের সিইও জানাচ্ছেন, তার প্রতিষ্টান সবচেয়ে বেশী মনোযোগ দিচ্ছে সবচেয়ে গ্রাহকবান্ধব অ্যান্ড্রয়েড কাস্টোমাইজেশনের। শুধু মার্কেটিং স্টান্ট নয়, ওয়ানপ্লাস গ্রাহককে দিতে চায় সবচেয়ে দ্রুতগতির অনায়াস অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি। আর সেই সাথে সময়ের সেরা হার্ডওয়্যার তো থাকছেই।
এক নজরে ওয়ানপ্লাস ৬:
- নচ বিশিষ্ট ডিসপ্লে
- কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ মাদারবোর্ড
- ৮ গিগাবাই র্যাম
- ২৫৬ গিগাবাইট স্টোরেজ
Ad