হুয়াওয়ের মুনাফা বৃদ্ধি পেলো এক-চতুর্থাংশেরও বেশী
Sunday, April 01 2018 মার্কিন মুলুকের দরজা একরকম বন্ধ হয়ে গেছে চাইনিজ ইলেকট্রনিক্স ব্র্যান্ড হুয়াওয়ের জন্য। তবে সাম্প্রতিক মার্কিন সংরক্ষণবাদের মধ্যেও থেমে নেই হুয়াওয়ের বাজার সম্প্রসারণ। সদ্য প্রকাশিত ২০১৭ সালের আয়-ব্যয়ের হিসাবে দেখা যাচ্ছে সবকিছুর পরেও ২৮ শতাংশ মুনাফা বৃদ্ধি পেয়েছে কোম্পানিটির। উল্লেখ্য, ২০১৬ মুনাফার প্রবৃদ্ধি ছিলো মাত্র ০.৪ শতাংশ।credit : REUTERS/Yves Herman
Ad
২০১৭ সালে ৬০৩ বিলিয়ন ইউয়ান আয় থেকে ৪৭.৫ বিলিয়ন ইউয়ান মুনাফা অর্জন করে হুয়াওয়ে। তবে এসময় ব্যয়কর্তনের নীতি গ্রহণ করে কোম্পানিটি। প্রায় ৮৫ শতাংশ ব্যয় কমিয়ে আনা হয় এবছর। টেলিকম ক্যারিয়ার ও ভোগ্যপণ্য - উভয় বিভাগেই প্রবৃদ্ধি অর্জন করে হুয়াওয়ে। ১৫ কোটিরও বেশী স্মার্টফোন বাজারজাত করা হয় এ সময়কালে যা বিগত বছর থেকে ৪৩ শতাংশেরও বেশী। তবে স্বল্পমূল্যের স্মার্টফোনে মুনাফার দিক থেকে তেমন কিছু পাওয়ার সম্ভবনা কম বলেই ধরে নেয়া হয়। সাম্প্রতিক সময়ে তাই হুয়াওয়ে ঘোষণা দিয়েছে প্রিমিয়াম ফোন পি২০ প্রো বাজারে আনার। ৬৪৯-৮৯৯ ইউরো মূল্যমানের এই ফোন দিয়ে স্যামসাং অ্যাপলের মতো প্রিমিয়াম ফোন নির্মাতাদের অচিরেই চ্যালেন্জ করার পথ সুগম হতে পারে হুয়াওয়ের।
$১ = ৬.২৬৭৫ ইউয়ান