গুগল ট্রান্সলেট অ্যাপে ফোনেটিক বাংলা সুবিধা চালু

সোমবার, সেপ্টেম্বর 01 2014 গুগল ট্রান্সলেট অ্যাপ-কে আরো উন্নত করা হয়েছে। এখন এতে আরো বেশী ভাষা ও ফোনেটিক ব্যবহারের সুবিধা থাকবে। গুগল ট্রান্সলেট অ্যাপে এতদিন বেশ কিছু ভাষায় মনের কথা লেখা কঠিন ছিল। কারণ প্রচলিত ইংরেজী কিবোর্ড ব্যবহার করে বাংলা ও কিছু অন্যান্য ভাষার বর্ণগুলি সঠিক ভাবে লেখা কষ্টসাধ্য ছিল। এই অবস্থা থেকে উদ্ধার পেতে কোম্পানীটি ফোনেটিক ব্যবহারের মাধ্যমে ভিন্ন ভাষার শব্দটিকে ইংরেজী উচ্চারণে লিখে উপস্থাপন করার সুবিধা সংযুক্ত করেছে। সুবিধাটি পেতে লেখককে শুধুমাত্র ওই শব্দটি যেমন শুনতে তা টাইপ করলেই হবে। গুগোল স্বয়ংক্রিয় ভাবে লেখক কি বলতে চান তা খুঁজে বের করবে। সেইসাথে অনুবাদ করা যাবে ফোনের মেসেজবক্সে থাকা এসএমএস যেকোনো ভাষায়।

গুগল ট্রান্সলেট অ্যাপে বাংলা ট্রান্সলেসন ও ফোনেটিক বাংলা লেখা
গুগল ট্রান্সলেট অ্যাপে বাংলা ট্রান্সলেশন ও ফোনেটিক বাংলা লেখা


গুগোল ট্রান্সলেট অ্যাপ এর নতুন সংস্করণ যে নতুন ভাষাগুলিতে এই ফনেটিক ভাষা ব্যবহারের সুযোগ দিবে তা হচ্ছেঃ বাংলা, গুজরাটি, হিন্দি, কানাড়া, মারাঠি, পাঞ্জাবি ও তেলেগু। গুগোল প্লে থেকে এই অ্যাপটি যে কেউই বিনামূল্যে পেতে পারেন।

গুগল ট্রান্সলেট অ্যাপ : লিংক
share on