৯ সেপ্টেম্বর গণমাধ্যমকে অ্যাপলের আমন্ত্রণ

শুক্রবার, আগস্ট 29 2014
৯ সেপ্টেম্বর গণমাধ্যমকে অ্যাপলের আমন্ত্রণ
৯ সেপ্টেম্বর গণমাধ্যমকে অ্যাপলের আমন্ত্রণ


৯ সেপ্টেম্বর, মঙ্গলবার অ্যাপেল একটি বড় মিডিয়া ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে। উল্লেখ্য, বিগত বছরগুলিতে সেপ্টেম্বর মাসেই অ্যাপেল তাদের নতুন আইফোন সবার সামনে উন্মুক্ত করেছে। এই বিশেষ অনুষ্ঠানে কৌতুহলী মানুষ সম্ভবত একটি নতুন আইফোন তো দেখতে পাবেন, হতে পারে তারা ফোনের দু’টি মডেলও দেখতে পারেন। বাতাসে গুজব ভাসছে সেখানে অ্যাপেল সবাইকে ৪.৭ ইঞ্চির আইওএস ৮ চালিত কমপক্ষে একটি স্মার্টফোনের সাথে পরিচয় করিয়ে দেবে। আমন্ত্রিত জনেরা আরেকটু বড় আকারের অর্থাৎ ৫.৫ ইঞ্চি মডেলের আর একটি নতুন ফোনের দেখাও পেতে পারেন। একসাথে দু'টি নতুন ফোনের দেখা না মিললেও এটা নিশ্চিত যে, একটির উদ্বোধনের কয়েক সপ্তাহ পরেই পরবর্তী সংস্করণটি সবাই হাতে পাবেন। দু’টি সংস্করণই আগেরগুলির চেয়ে বেশী স্থায়ী ও দাগ প্রতিরোধী হবে বলে সবার প্রত্যাশা।

অনুষ্ঠানটি অ্যাপেলের কুপারটিনো ক্যাম্পাস বা সানফ্রান্সিকোর ইয়ারবা বুনো সেন্টার ফর আর্টস-এ না হয়ে ৯ সেপ্টেম্বরে কুপারটিনোর ফ্লিন্ট সেন্টার ফর দ্যা পারফর্মিং আর্টস-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে বিশাল আয়োজন ও অধিক লোক সমাগমের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত। এই অনুষ্ঠানেই ঘোষণা করা হতে পারে কবে আইওএস ৮ সবার হাতে পৌঁছাবে তার দিনক্ষণ। আগের উন্মোচনের ধারা অব্যাহত থাকলে আইফোন ৬ (অথবা অ্যাপেল যে নামটি দিবে) হাতে পাবার আগেই এই জনপ্রিয় অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ সাধারণের হাতে পৌঁছে যাবে।
share on