এইচটিসি আনতে যাচ্ছে প্রথম ৬৪-বিট অ্যান্ড্রয়েড ফোন

বুধবার, আগস্ট 13 2014 এইচটিসি খুব শীঘ্রই তাদের প্রথম ৬৪-বিট স্মার্টফোন ক্রেতার হাতে তুলে দিতে যাচ্ছে। গত সপ্তাহান্তে তারা ওয়েবসাইটে নতুন মোবাইলফোনের বেশ কিছু ছবি দিয়েছে। তবে ডিভাইসটি যে এইচটিসি-র ফ্লাগশীপ ওয়ান (এম ৮) নয় তা নিশ্চিতভাবেই বলা যায়।

এইচটিসি আনতে যাচ্ছে প্রথম ৬৪-বিট অ্যান্ড্রয়েড ফোন
এইচটিসি আনতে যাচ্ছে প্রথম ৬৪-বিট অ্যান্ড্রয়েড ফোন
ডেটা বাস্ নির্দেশ করে চিপের মেমরি ব্যব‌হারের সক্ষমতা। ৩২ বিট ডেটা বাস্ অপেক্ষা ৬৪ বিট ডেটা বাস্-এর মেমরি ব্যব‌হারের সক্ষমতা কিন্তু দ্বিগুণ নয়, ২^৩২ গুণ বেশী। অর্থাৎ, ৩২ বিটের চিপ যেখানে সর্বোচ্চ চার গিগাবাইট বাইট-অ্যাড্রেসেবল মেমরি ব্যব‌হারে সক্ষম, সেখানে ৬৪ বিটের চিপ ১৬০০ কোটি গিগাবাইটেরও অধিক মেমরি ব্যব‌হারে সক্ষম। এই ৬৪ বিটের চিপ ব্যব‌হ‌‌ারের ফলে মোবাইল ফোনেই চার গিগাবাইট বা তার অধিক র‌্যাম ব্য‌ব‌হার সম্ভব হবে।

এইচটিসি’র হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট সমর্থিত, যার ডিসপ্লে হবে ৪.৭ ইঞ্চি, রেজুল্যুশন ৪৮০ x ৮৫৬ পিক্সেল, ক্যামেরা ৫ মেগাপিক্সেল। উল্লেখ্য, অ্যাপল সর্বপ্রথম আইফোন ৫এস নির্মাণে ৬৪বিট ARMv8-A চিপ ব্যব‌হার করে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ৬৪ বিট প্রসেসরের ব্যব‌হার সম্পর্কে দীর্ঘদিনের জল্পনা কল্পনা থাকলেও, এইচটিসি-ই প্রথমবারের মতো দৃশ্যমান অগ্রগতি অর্জনে সমর্থ হলো।
share on