রেকর্ড গড়তে সুপার স্লিম ফোন তৈরী করেছে জিওনি

Monday, July 21 2014 যদি ভেবে থাকেন, জিওনি ইলাইফ এস৫.৫ সবচেয়ে কম পুরুত্বের ফোনের আদর্শ তবে তা নতুন করে ভাবার সম্ভবত সময় এসেছে। কারণ এই একই কোম্পানি জিএন৯০০৫ নামের ( নামটি এখনও চূড়ান্ত নয়) একটি হ্যান্ডসেট খুব শীঘ্রই বাজারে আনছে যার পুরুত্ব হবে মাত্র ৫মিলিমিটার (০.২ ইঞ্চি)। এটি হবে লম্বায় ১৩৯.৮ মিমি ও চওড়া ৬৭.৪ মিমি। নতুন সেটটি পূর্ববর্তী রেকর্ডের অধিকারী এস৫.৫ এর চেয়েও আধা মিলিমিটার পাতলা। খবরের সত্যতা নিশ্চিত করছে চীনা মোবাইল প্রমিতকরণ কর্তৃপক্ষ। প্রায় নিশ্চিতভাবেই বলা যায় যে এটাই হতে যাচ্ছে এ যাবৎকালের সবচেয়ে পাতলা ফোন বা ‘সুপার স্লিম’ ফোন। শুধুমাত্র তাই নয়, ফোনসেটটির ওজন মাত্র ৯৪.৬ গ্রাম। নতুন জিএন ৯০০৫ ফোনটির উপরে আগের ফোনসেটটির মতো ক্যামেরা বা এ জাতীয় কোন বাড়তি কিছু থাকবে না। ক্যামেরা থাকবে এর পেছন ভাগে। এটি হবে কোয়াড-কোর ১.২গিগাহার্জ প্রসেসর, ১ গিগাবাইট র‌্যাম, এর ডিসপ্লে হবে ৪.৮ ইঞ্চি এএমওএলইডি। আর অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড ৪.৩ জেলি বিন। নতুন সেটটির ব্যাটারি ২০৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার।

সুপার স্লিম ফোন তৈরী করেছে জিওনি
সুপার স্লিম ফোন তৈরী করেছে জিওনি
পৃথিবীর সবদেশের বাজারে ফোনটি পাওয়া যাবে কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। কিন্তু ইলাইফ এস৫.৫ এর অভিজ্ঞতা থেকে বলা যায় যে, এটি সরাসারি জিওনি ব্র্যান্ড হিসেবে পাওয়া না গেলেও অন্য কোন স্থানীয় ব্র্যান্ডের মাধ্যমেও পাওয়া যেতে পারে। উল্লেখ্য, জিওনি ইলাইফ এস৫.৫ বর্তমানে বাংলাদেশে ওয়ালটন এক্স৩ ব্লেড নামে বাজারে পাওয়া যাচ্ছে। উচ্চমূল্যের এই ফোনটি চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো মূল্যহ্রাসের পরও যথেষ্ট মনোযোগ পেতে ব্যর্থ হয়েছে। সেদিকে দৃষ্টি রেখে আরও সাশ্রয়ী মূল্যে হালকা ও স্লিম ফোন জিওনি বাজারে আনতে পারে কিনা তাই দেখার বিষয়।
share on