১২ মিলিয়ন ছাড়িয়েছে লুমিয়া ৫২০ এর ব্যবহারকারীর সংখ্যা

Tuesday, July 15 2014
১২ মিলিয়ন ছাড়িয়েছে লুমিয়া ৫২০ এর ব্যবহারকারীর সংখ্যা
১২ মিলিয়ন ছাড়িয়েছে লুমিয়া ৫২০ এর ব্যবহারকারীর সংখ্যা

অবশেষে মাইক্রোসফট সাশ্রয়ী নোকিয়া লুমিয়া ৫২০ মোবাইল সেট-এর বিপণন সংখ্যার বিষয়ে মুখ খুলেছে। কোম্পানীটির তথ্যমতে লুমিয়া ৫২০ তৈরী হয়েছে ১২ মিলিয়নেরও বেশী।

আরো একটি তৃতীয় সূত্র অত্যন্ত জোড়ালো ভাবে জানাচ্ছে যে, উৎপাদনের পরিমাণ বিবেচনায় লুমিয়া ৫২০ এবং এর টি-মোবাইল সংস্করণ লুমিয়া ৫২১, উইন্ডোজফোন-এর সবচেয়ে সফল পণ্য। মাইক্রোসফটের প্রধান নির্বাহী কেভিন টার্নার ১ বছর আগে উৎপাদন শুরু হওয়া সুলভ মূল্যের এই ফোনটি কতটা সফল সম্প্রতি সে বিষয়ে একটি ধারণা দিয়েছেন। মূলতঃ তার দেয়া তথ্য অনুযায়ী এই ফোনটির ব্যবহারকারীর সংখ্যা থেকেই এর সফলতা অনুমান করা যায়।

ওর্য়াল্ড ওয়াইড পার্টনার কনফারেন্সে গতকাল টার্নার তাঁর মূল বক্তব্যে এই সংক্রান্ত তথ্য দিয়েছেন। বিশ্ব ব্যাপী একই মূল্য-সীমার সব ফোনের মধ্যে লুমিয়া ৫২০ এর ব্যবহারকারীর সংখ্যাই সবচেয়ে বেশী। মাইক্রোসফট গত এপ্রিলে ৭২০ কোটি ডলারের বিনিময়ে নোকিয়া কোম্পানিটি কিনে নিয়েছে এবং প্রথম বারের মত ফোন বাজারজাত করে তারা বেশ সন্তুষ্ট।
share on