নাম বদলে যাবে নকিয়ার!

Monday, April 21 2014 'নাম বদলে যাবে' সাম্প্রতিক সময়ে রাজনীতির মনোযোগী পাঠকদের কাছে অন্যতম জনপ্রিয় সংলাপ। তবে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে এবার সম্ভবত: সত্যিই নাম বদলে যাচ্ছে ফিনিস্ মোবাইল জায়ান্ট নকিয়ার।
নাম বদলে যাবে নকিয়ার!
নাম বদলে যাবে নকিয়ার!
গত বছরে মাইক্রোসফ্‌টের ৭২০কোটি ডলারে অধিগ্রহণের পর এই পদক্ষেপ প্রত্যাশিত হলেও, সম্প্রতি মাইক্রোসফ্‌ট ও স‌হযোগি প্রতিষ্ঠানের মধ্যকার এক ইমেইল ফাঁস হওয়ার পর আবারও আলোচনায় আসে নকিয়ার নাম পরিবর্তনের বিষয়টি। নকিয়ার নাম ও লোগো পরিবর্তনের বিষয়টি এই মেইলের মূল আলোচনার প্রসঙ্গ। 'নকিয়া ওওয়াইজে' থেকে পরিবর্তিত হয়ে নকিয়ার নাম হতে যাচ্ছে 'মাইক্রোসফ্‌ট মোবাইল ওওয়াই'। উল্লেখ্য, 'ওওয়াই' ফিনিস্ ভাষায় 'লিমিটেড' স্থানীয় শব্দ। চিঠিটিতে ইঙ্গিত দেয়া হয়েছে নকিয়ার লোগো পরিবর্তনেরও। 'নকিয়াপাওয়ারইউজার' নামক একটি ওয়েবসাইট এই ফাঁস হওয়া মেইলটি প্রকাশ করে গতকাল।

মেইলের বিস্তারিত:


Dear Supplier,

On September 3, 2013, Nokia Corporation announced its intention to sell substantially all of its Devices and Services Business to Microsoft Corporation. We anticipate the transaction to close during April 2014.

Under the terms of the sale, Microsoft will assume all rights, benefits and obligations of the Nokia Devices and Services business, including Nokia’s agreements with suppliers, customers and partners which pertain to the Devices and Services business. Therefore, the purpose of this letter is to update you that the current terms and conditions that you have with the Devices and Services business will not change.



Please note that upon the close of the transaction between Microsoft and Nokia, the name of Nokia Corporation/Nokia Oyj will change to Microsoft Mobile Oy. Microsoft Mobile Oy is the legal entity name that should be used for VAT IDs and for the issuance of invoices.



NEW BUSINESS INVOICE DETAILS:

New name and registered address replacing Nokia Oyj/Nokia Corporation is:

Microsoft Mobile Oy
Keilaranta 7
02150 ESPOO
Finland

share on