চলতি প্রান্তিকে সাড়ে তিন কোটি গ্যালাক্সি এস৫ বাজারজাত করতে যাচ্ছে স্যামসাং

বুধবার, এপ্রিল 16 2014
ঢাকায় এক বিক্রয়কেন্দ্রে গ্যালাক্সি এস৫ ও গিয়ার
ঢাকায় এক বিক্রয়কেন্দ্রে গ্যালাক্সি এস৫ ও গিয়ার


অফিসিয়াল ঘোষণা দেওয়া না হলেও বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে চলতি প্রান্তিকে(এপ্রিল-জুন) সাড়ে তিন কোটি গ্যালাক্সি এস৫ বাজারজাতকরণের খবর প্রকাশ করেছে কোরিয়ান সংবাদমাধ্যম 'কোরিয়া টাইমস্'। স্যামসাং এবার মূল্য নির্ধারণের ক্ষেত্রে যথেষ্ট রক্ষণশীল নীতি গ্রহণ করায় পূর্ববর্তী ফ্ল্যাগশিপ ফোন থেকে প্রায় পনের শতাংশ সাশ্রয়ী দামে বাজারে আসে গ্যালাক্সি এস৫। ইতিমধ্যেই গ্যালাক্সি এস৫ পূর্ববর্তী গ্যালাক্সি এস৪ থেকে ১.৩ গুণ অধিক বিক্রয়ের রেকর্ড গড়েছে প্রথম দিনেই।

উল্লেখ্য, বাজারজাতকরণ ও বিক্রয় -একই সংখ্যা নির্দেশ নাও করতে পারে। স্যামসাং সংশ্লিষ্ট সূত্রানুসারে, প্রায় সোয়া ছয় কোটি গ্যালাক্সি এস৪ বাজারজাত করা হলেও প্রকৃতপক্ষে তা বিক্রয় হয়েছিল মাত্র চার কোটি।
share on