কোয়ালকম নিয়ে আসছে অত্যাধুনিক প্রযুক্তির স্ন্যাপড্রাগন ৮০৮ ও ৮১০ প্রসেসর

Tuesday, April 08 2014 আলট্রা এইচডি(4k) ভিডিও ধারণ ও চালনা, চার গিগাবাইটের অধিক র‌্যাম, ৫৫ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সেন্সর ও ৩০০ এমবিপিএস গতিসীমার এলটিই অ্যাডভান্সড নেটওয়ার্ক সমর্থন সুবিধাসম্পন্ন প্রসেসরের ঘোষণা করলো শীর্ষ মার্কিন চিপ নির্মাতা কোয়ালকম। চৌষট্টি বিটের এই চিপ হার্ডওয়্যার প্রস্তুতকারকেরা পেতে যাচ্ছেন চলতি বছরের দ্বিতীয়ার্ধে। তবে গ্রাহক পর্যায়ে এই সুবিধা সম্পন্ন ডিভাইস পৌঁছাতে যাচ্ছে আগামী বছরের শুরুতে। মূলত: চৌষট্টি বিটের চিপ নির্মাণে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে মরিয়া কোয়ালকম সম্ভাব্য দ্রুততম সময়ে বাজারে আনতে যাচ্ছে এই অগ্রসর প্রযুক্তি।



৩০০ এমবিপিএস গতিসীমার এলটিই অ্যাডভান্সড নেটওয়ার্ক সমর্থন
৩০০ এমবিপিএস গতিসীমার এলটিই অ্যাডভান্সড নেটওয়ার্ক সমর্থন


আলট্রা এইচডি(4k) ভিডিও সমর্থন
আলট্রা এইচডি(4k) ভিডিও সমর্থন


কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০:

- CPU: 4 x ARM Cortex-A57 cores + 4 x Cortex-A53 cores

- GPU: Adreno 430

- 4k ভিডিও ধারণ(encode) ও চালনা(decode)

- চার গিগাবাইট ও তার অধিক ডিডিআরফোর র‌্যাম সমর্থন

- ৩০০ এমবিপিএস গতিসীমার এলটিই অ্যাডভান্সড নেটওয়ার্ক সমর্থন



কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০৮:

- CPU: 2 x ARM Cortex-A57 cores + 4 x Cortex-A53 cores

- GPU: Adreno 418

- WQXGA (২৫৬০x১৬০০) ডিসপ্লে সমর্থন

- চার গিগাবাইট ও তার অধিক ডিডিআরথ্রি র‌্যাম সমর্থন

- ৩০০ এমবিপিএস গতিসীমার এলটিই অ্যাডভান্সড নেটওয়ার্ক সমর্থন

image courtesy: qualcomm
share on