দেশে সর্বপ্রথম 4G সেবা প্রদানের ঘোষণা বিআইইএল-এর

মঙ্গলবার, এপ্রিল 08 2014 গতকাল রাজধানীর একটি হোটেলে অতি উচ্চগতি সম্পন্ন ডেটা আদান-প্রদান সেবা ফোরজি এলটিই বাংলাদেশে শীঘ্রই চালুর ঘোষণা করলো আইএসপি প্রতিষ্ঠান বিআইইএল(BIEL)। উল্লেখ্য, বিআইইএল বর্তমানে অপর একটি আইএসপি(এনজিজিএল)-র সাথে যৌথভাবে 'ওলো' ব্র্যান্ডের আওতায় রাজধানীর ‌উত্তরা, মতিঝিল, বনানী, গুলশান, মহাখালী, ধানমন্ডিস‌হ কিছু এলাকায় অয়্যারলেস ইন্টারনেট সার্ভিস প্রদান করে আসছে।

দেশে সর্বপ্রথম 4G সেবা প্রদানের ঘোষণা বিআইইএল-এর
দেশে সর্বপ্রথম 4G সেবা প্রদানের ঘোষণা বিআইইএল-এর


ফোরজি এলটিই সেবা প্রদানের লাইসেন্স ইতিমধ্যেই প্রদান করা হয়েছে ওয়াইম্যাক্স সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বাংলালায়ন ও কিউবিকে। তবে পরবর্তীতে ২৪৫ কোটি টাকায় ৪০মেগাহার্জ স্পেকট্রামের(২০মেগাহার্জ ডাউনলোড, ২০মেগাহার্জ আপলোড) লাইসেন্স 'সংগ্রহ' করা বিআইইএল সর্বপ্রথম উচ্চগতির এই মোবাইল ব্রডব্যান্ড সেবা প্রদানের ঘোষণা দিয়ে নি:সন্দেহে চমক সৃষ্টি করলো। ফোরজি সেবা প্রদানের ঘোষণায় আয়োজিত অনুষ্ঠানে দেখানো হয়, এই সার্ভিস ব্যব‌হারের মাধ্যমে ১৫০ এমবিপিএস পর্যন্ত গতিসীমার মোবাইল ব্রডব্যান্ড সার্ভিস প্রদানের সক্ষমতা। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, বছরের শেষ প্রান্তিকে(অক্টোবর-ডিসেম্বর) রাজধানীর কিছু এলাকায় এই সেবা চালু করার আশাবাদ ব্যাক্ত করেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।
share on