গ্যালাক্সি এস৫ অবমুক্ত, বাজারে আসবে ১১ই এপ্রিল

Tuesday, February 25 2014 ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, আর আছে হৃদস্পন্দন পরিমাপক সেন্সর। তবে ডিজিটাল এসএলআর ক্যামেরার ফেজ ডিটেকশন অটোফোকাস নামক যে ফিচারটি প্রথম কোনো স্মার্টফোনে যুক্ত হতে যাচ্ছে তা গ্যালাক্সি এস৫। আগামী ১১ই এপ্রিল বিশ্বের ১৫০ টি দেশে একযোগে বাজারে আসবে স্যামসাং নির্মিত সর্বাধুনিক এই পানিনিরোধক স্মার্টফোন।

স্যামসাং গ্যালাক্সি এস৫
স্যামসাং গ্যালাক্সি এস৫

স্যামসাং গ্যালাক্সি এস৫
স্যামসাং গ্যালাক্সি এস৫



এক নজরে স্যামসাং গ্যালাক্সি এস৫:

OS: Android OS, v4.4.2 (KitKat)

Processor: Snapdragon 800 Quad-core 2.5 GHz

Display: 5.1 inches Super AMOLED (~432 ppi)

Camera: 16 MP + 2 MP

Memory: 2GB RAM, 16/32GB ROM

Dimension: 142 x 72.5 x 8.1 mm

Connectivity: 3G,Wifi,NFC,DLNA,Wi-Fi Direct

Battery: 2800 mAh

Others: Fingerprint sensor, dust and water resistant, 4K video capability



স্যামসাং গ্যালাক্সি এস৫: হ্যান্ডস অন





Price in Bangladesh: yet to be announced

related: Galaxy S4, Galaxy SIII, samsung

share on