২৬শে ফেব্রুয়ারী কি নিয়ে আসছে স্যামসাং?

Wednesday, February 01 2017
স্যামসাং যে আমণ্ত্রনপত্র পাঠিয়েছে সংবাদমাধ্যমে তাতে  দেখা যাচ্ছে এক ট্যাবলেটের ইঙ্গিত
স্যামসাং যে আমণ্ত্রনপত্র পাঠিয়েছে সংবাদমাধ্যমে তাতে দেখা যাচ্ছে এক ট্যাবলেটের ইঙ্গিত


বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস - ২০১৭ তে নতুন ডিভাইস উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। স্যামসাং এস৮ নিয়ে বিস্তর জল্পনা-কল্পনা থাকলেও নতুন এই ডিভাইসটি যে ফোন নয় তা একরকম নিশ্চিত। স্যামসাং যে আমণ্ত্রনপত্র পাঠিয়েছে সংবাদমাধ্যমে তাতে কোন ফোন নয় বরং দেখা যাচ্ছে এক ট্যাবলেটের ইঙ্গিত। আর এই ডিভাইসটি সম্ভবত হতে যাচ্ছে স্যামসাং ট্যাব এস৩।

এক নজরে সম্ভাব্য স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৩
- অ্যান্ড্রয়েড নোগাট অপারেটিং সিস্টেম
- ৯.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে
- চার গিগাবাইট র্‌যাম
- ৫.৬ মিলিমিটার পুরু মেটাল বডি
- ১২ মেগাপিক্সেল/৫ মেগাপিক্সেল ক্যামেরা
- স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর
share on