স্মার্টফোন ও ট্যাব মেলায় উপ‌হারের উৎসব

শুক্রবার, জানুয়ারী 27 2017
তিনদিনব্যাপী এই মেলা গতকাল বৃহস্পতিবার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্তপতি ইয়াফেস ওসমান
তিনদিনব্যাপী এই মেলা গতকাল বৃহস্পতিবার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্তপতি ইয়াফেস ওসমান



ঢাকার আগারগাঁও-এ অবস্থিত বঙ্গবন্দ্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিনদিন ব্যাপী স্মার্টফোন ও ট্যাব এক্সপো। এক্সপো মেকারের আয়োজনে এবারের এই মেলায় স্যামসাং, হুয়াওয়ে, ওপ্পো, সিম্ফনি, এডাটা, লাভা, শিওমী, মাইক্রোম্যাক্স, উই, ম্যাংগো -স‌হ প্রায় সকল দেশী ও আন্তর্জাতিক ব্র্যান্ড অংশগ্রহণ করছে।

তিনদিনব্যাপী এই মেলা গতকাল বৃহস্পতিবার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্তপতি ইয়াফেস ওসমান। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে আগামী ২৮ শে জানুয়ারী পর্যন্ত। শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের সুবিধাস‌হ এই মেলার প্রবেশ মূল্য বিশ টাকা।




সিম্ফনি মেলা উপলক্ষ্যে ঘোষণা করেছে চার শতাংশ মূল্যছাড়। এছাড়াও উপ‌হার থাকছে প্রতিটি zviii ফোনের সাথে। হুয়াওয়ের ফোন ক্রয়ে থাকছে ৫০০০ টাকা পর্যন্ত মূল্যফেরত অফার। অতিরিক্ত পাওনা হিসেবে থাকছে সেলফি স্ট্যান্ড। অপরাপর ব্র্যান্ডেও থাকছে আকর্ষণীয় সব অফার।
share on