শীর্ষ স্যামসাং নির্বাহীকে গ্রেফতারে পরোয়ানা জারি

সোমবার, জানুয়ারী 16 2017
শীর্ষ স্যামসাং নির্বাহীকে গ্রেফতারে পরোয়ানা জারি
শীর্ষ স্যামসাং নির্বাহীকে গ্রেফতারে পরোয়ানা জারি

নোট ৭ বিপর্যয় সামাল দিলেও কেলেংকারী পিছু ছাড়ছে না স্যামসাং-এর। স্যামসাং চেয়ারম্যান লি কুন-হি -র একমাত্র পুত্র এবং স্যামসাং গ্রুপের ভাইস চেয়ারম্যান লি জে-অং -কে গ্রেফতারে পরোয়ানা জারি করেছে দক্ষিণ কোরিয়ার একটি আদালত। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি পার্ক -এর সাথে অবৈধ লেনদেনের অভিযোগ তদন্তে নিয়োজিত বিশেষ প্রসিকিউটর সম্প্রতি স্যামসাং-এর শীর্ষ নির্বাহীকে গ্রেফতারে এ আদেশ জারি করেন।

দীর্ঘদিন যাবৎ শয্যাশায়ী স্যামসাং চেয়ারম্যান লি কুন-হি -র স্থলাভিষিক্ত হওয়ার কথা পুত্র লি জে-অং -এর। বিশ্বের অন্যতম বৃহৎ এ ইলেকট্রনিক্স পণ্য নির্মাতার শীর্ষ পদে ইতোমধ্যেই দায়িত্ব পালন শুরু করেছেন লি জে। তবে এর মধ্যেই বড় কেলেংকারী হিসেবে আবির্ভূত হয় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি পার্ক জে-হুঁ কে স্যামসাং-এর উৎকোচ প্রদানের অভিযোগ। এই অভিযোগে ইতোমধ্যেই ইমপিচমেন্টের শিকার হয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন রাষ্ট্রপতি পার্ক। আর এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতারের মুখোমুখি হতে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার অন্যতম বিলিয়নিয়ার ব্যবসায়ী, স্যামসাং ভিপি লি জে-অং।
share on