স্যামসাং ঘুরে দাঁড়াচ্ছে নোট ৭ বিপর্যয়ের পরে

রবিবার, জানুয়ারী 08 2017
স্যামসাং ঘুরে দাঁড়াচ্ছে নোট ৭ বিপর্যয়ের পরে
স্যামসাং ঘুরে দাঁড়াচ্ছে নোট ৭ বিপর্যয়ের পরে


মেমরি ও ডিসপ্লে ইউনিটে আশাতীত সাফল্যে আবারো ঘুরে দাঁড়াতে শুরু করলো স্যামসাং। অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতায় স্যামসাং এই ক্ষেত্রটিতে এগিয়ে থাকে বরাবরই। শুধুমাত্র ফ্ল্যাগশিপ ফোনের উপর নির্ভরশীল নয় এই মেগা কর্পোরেশনের মুনাফার খতিয়ান।


সদ্য সমাপ্ত ২০১৬ সালের চতুর্থ প্রান্তিকের(অক্টোবর-ডিসেম্বর) আয়-ব্যয়ের খতিয়ান প্রকাশ করেছে স্যামসাং। এই তিন মাসে সকল পূর্বাভাশ অতিক্রম করে ৭.৮ বিলিয়ন ডলারের রেভিনিউ অর্জন করেছে দক্ষিণ কোরীয় কোম্পানিটি। চতুর্থ প্রান্তিকের আয়ের ক্ষেত্রে সেই ২০১৩ সালের পরে যা একটি নতুন রেকর্ড। নোট ৭ বিপর্যয়ের আর্থিক ক্ষতি ২ বিলিয়ন ডলারের অধিক বলে ধারণা করে হচ্ছে। তবে তা অতিক্রম করেও মুনাফা অর্জনে সাফল্য ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে স্যামসাং-এর শিকড় কতটুকু গভীর তাই প্রকাশ করে।
share on